মৌলভীবাজারের কমলগঞ্জ কানিহাটি থেকে ১ হাজার ৬৫ লিটার চোলাই মদসহ মাদক ব্যবসায়ী বিনোদ মৃধা (৪৫) কে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) ও জেলা মাদক সেল। গতকাল শনিবার ভোররাতে তাঁকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত বিনোদ মৃধা কানিহাটি চা-বাগানের বাসিন্দা।
ডিবি পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে বিনোদ মৃধার বাড়িতে অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় তাঁর বাড়ি থেকে ১ হাজার ৬৫ লিটার চোলাই মদ জব্দ করা হয়।
জেলা গোয়েন্দা শাখা (ডিবি) ও জেলা মাদক সেল এর সমন্বয়ে মাদক ও চোরাচালান প্রতিরোধে শনিবার (৩১ জুলাই) দিবাগত রাতে বিশেষ অভিযান পরিচালনা করে বিনোদ মৃধাকে আটক করা হয়। সে বহু দিন হতে চোলাই মদ ব্যবসা করে আসছিল।
গোয়েন্দা পুলিশের অফিসার ইনচার্জ মোহাম্মদ বদিউজ্জামান এ তথ্য নিশ্চিত করে বলেন, গ্রেপ্তারকৃত বিনোদ বহুদিন থেকে চোলাই মদ ব্যবসা করে আসছিল। তাঁকে হাতেনাতে গতকাল রাতে গ্রেপ্তার করা হয়েছে। পরে মাদকদ্রব্য আইনে মামলা দায়ের করে আদালতে সোপর্দ করা হয়।
অফিসার ইনচার্জ আরও বলেন, মাদকমুক্ত মৌলভীবাজার জেলা গড়ে তুলতে এমন অভিযান প্রতিনিয়ত পরিচালনা করা হবে।