হোম > সারা দেশ > সিলেট

শাবিপ্রবিতে বাংলা নববর্ষের বর্ণাঢ্য শোভাযাত্রা

শাবিপ্রবি প্রতিনিধি 

শাবিপ্রবিতে বাংলা নববর্ষের বর্ণাঢ্য শোভাযাত্রা। ছবি: আজকের পত্রিকা

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবিপ্রবি) বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে বাংলা নববর্ষ ১৪৩২ উদ্‌যাপন করা হয়েছে। আজ সোমবার সকাল থেকে আনন্দমুখর ছিল পুরো ক্যাম্পাস। বাঙালি সংস্কৃতির অংশ মাছ, তরমুজ, ডাকটিকিটের বাক্স, হাতপাখাসহ বিভিন্ন ঐতিহ্যের প্রতীক নিয়ে শোভাযাত্রায় অংশ নিয়েছেন শিক্ষক, শিক্ষার্থী ও কর্মকর্তা-কর্মচারীরা।

সকাল ১০টায় বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ভবনের সামনে থেকে একটি আনন্দ শোভাযাত্রা বের হয়। শোভাযাত্রাটি ক্যাম্পাসের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। শেষে লোকজ মেলা ও মুক্তমঞ্চে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

শোভাযাত্রার সংক্ষিপ্ত সমাবেশে উপাচার্য অধ্যাপক ড. এ এম সরওয়ারউদ্দিন চৌধুরী বলেন, ‘আমরা আজ শ্রদ্ধার সঙ্গে জুলাই বিপ্লবের শহীদদের স্মরণ করছি। যারা এই নির্মম হত্যাকাণ্ডে জড়িত, আমি আশা করি, সরকার তাদের বিচার নিশ্চিত করবে। আমাদের প্রিয় শিক্ষার্থীরা যেন নববর্ষের শপথ নিয়ে মনোযোগ সহকারে পড়াশোনা করে, এটাই আমাদের প্রত্যাশা।

শাবিপ্রবিতে বাংলা নববর্ষের বর্ণাঢ্য শোভাযাত্রা। ছবি: আজকের পত্রিকা

বড়রা ছোটদের স্নেহ করবে, আর ছোটরা বড়দের প্রতি শ্রদ্ধাশীল থাকবে। শিক্ষাজীবনে সবাই একে অন্যকে সহযোগিতা করবে, পড়ালেখা ও খেলাধুলা উভয় ক্ষেত্রেই পারস্পরিক সহযোগিতা গুরুত্বপূর্ণ।’

উপ–উপাচার্য অধ্যাপক ড. মো. সাজেদুল করিম বলেন, ‘বাংলাদেশের অর্থনীতির অন্যতম বড় সমস্যা হলো ঋণখেলাপি সংস্কৃতি। নববর্ষের সূচনা হয়েছিল ব্যবসায়িক দৃষ্টিভঙ্গি ও খাজনা আদায়ের উদ্দেশ্যে, তাই আজকের এই দিনে আমাদের উচিত নতুন প্রত্যাশা গড়ে তোলা, যাতে নতুন করে আর কেউ ঋণখেলাপি না হয়।

আমাদের শিক্ষার্থীরা ভবিষ্যতে রাষ্ট্রের বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্বে থাকবে। তারা যেন এ বিষয়ে সচেতন ও দায়িত্বশীল ভূমিকা পালন করে, সেটাই কাম্য।’ এ ছাড়া তিনি পরিবর্তিত প্রেক্ষাপটে জুলাই বিপ্লবের শহীদদের গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন।

সিলেটে নভেম্বরে সড়কে ঝরল ২৫ প্রাণ

প্রথম দিনে শাকসুর মনোনয়নপত্র সংগ্রহ ৪৬, নেই নারী প্রার্থী

সিলেটে জুয়া খেলার সময় আটক ১২

সিলেটে রাত সাড়ে ৯টার পর বাণিজ্যিক প্রতিষ্ঠান বন্ধ থাকবে

সিলেটে কর্মবিরতিতে শিক্ষকেরা, বার্ষিক পরীক্ষা স্থগিত

সিলেটে যুবককে কুপিয়ে হত্যা

সিলেটে পুলিশ ফাঁড়িতে নির্যাতনে রায়হান হত্যা মামলার রায় ৭ জানুয়ারি

৬০ ঘণ্টা প্রশিক্ষণ ছাড়া ড্রাইভিং লাইসেন্স নয়: বিআরটিএ চেয়ারম্যান

চার ঘণ্টা পর সিলেটের সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ স্বাভাবিক

জৈন্তাপুরে ১৮২টি ভারতীয় কম্বলসহ গ্রেপ্তার ২