নিখোঁজের দুই দিন পর সিলেট নগরীর হাওলাদারপাড়ায় এক শিশুর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ সোমবার সকালে বাড়ি থেকে বিশ গজ দূরে একটি বাঁশঝাড়ে রাহুলের মরদেহ দেখতে পায় স্বজনেরা।
রাহুল দাস (৩) সিলেট নগরীর আখালিয়া হাওলাদারপাড়া কালীবাড়ি বাবুল দাসের কলোনির ভাড়াটিয়া রাজমিস্ত্রি রুবেল দাসের ছেলে।
নিহত শিশুর স্বজনরা জানান, গত শনিবার দুপুর থেকে স্বজনেরা তাকে খুঁজে পাননি। তার নিখোঁজের ঘটনায় শনিবার সাধারণ ডায়েরি করেন তার বাবা রুবেল দাস। আজ সকালে বাড়ির পাশের বাঁশঝাড়ে রাহুলের মরদেহ খুঁজে পায় স্বজনেরা। খবর পেয়ে জালালাবাদ থানা-পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার ও সুরতহাল প্রতিবেদন সম্পন্ন করে। এ ঘটনায় সন্দেহভাজন একজনকে আটক করেছে পুলিশ।
সিলেট মহানগর পুলিশের (এসএমপি) জালালাবাদ থানার ওসি নাজমুল হুদা খান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, সকাল সাড়ে ১০টার দিকে নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।