সিলেট নগরের পাঠানটুলা এলাকার একটি ভোটকেন্দ্রে বিশৃঙ্খলার চেষ্টা করে দুর্বৃত্তরা। ভোটকেন্দ্রের বাইের সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে তারা পালিয়ে যায়। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে পুলিশ।
আজ রোববার বেলা ১১টার দিকে সিলেট সিটি করপোরেশন এলাকার পাঠানটুলা দ্বিপাক্ষিক উচ্চবিদ্যালয় কেন্দ্রে এ ঘটনা ঘটে।
সিলেট মহানগর পুলিশের উপকমিশনার (উত্তর) আজবার আলী শেখ এ তথ্য নিশ্চিত করেছেন।
উপকমিশনার (উত্তর) আজবার আলী শেখ আজকের পত্রিকাকে বলেন, প্রায় ১০০-১২০ জন দুর্বৃত্ত একটি গলির ভেতর থেকে বেরিয়ে পাঠানটুলা দ্বিপাক্ষিক উচ্চবিদ্যালয় কেন্দ্র বিশৃঙ্খলার চেষ্টা করে। পুলিশ তাদের ধাওয়া করলে পালিয়ে যায়। এ সময় ১৫-২০টি সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করা হয়। তাদের গ্রেপ্তারে অভিযান চলছে। তারা বিএনপির কর্মী-সমর্থক বলে প্রাথমিকভাবে জানা গেছে।