হোম > সারা দেশ > সিলেট

হবিগঞ্জে বাদ পড়লেন হেভিওয়েট ২ সংসদ সদস্য

নবীগঞ্জ (হবিগঞ্জ) প্রতিনিধি

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে হবিগঞ্জে বাদ পড়েছেন আওয়ামী লীগে হেভিওয়েট দুজন সংসদ সদস্য। এদের মধ্যে হবিগঞ্জ-১ (নবীগঞ্জ-বাহুবল) আসনে সাবেক মন্ত্রী দেওয়ান ফরিদ গাজীর ছেলে গাজী মোহাম্মদ শাহনওয়াজ মিলাদের স্থানে মনোনয়ন পেয়েছেন জেলা পরিষদের চেয়ারম্যান ডা. মুশফিক হুসেন চৌধুরী।

আর হবিগঞ্জ-২ (আজমিরীগঞ্জ-বানিয়াচং) আসনে জেলা আওয়ামী লীগের সাবেক সম্পাদক ও টানা তিনবারের সংসদ সদস্য অ্যাডভোকেট আব্দুল মজিদ খানের পরিবর্তে মনোনয়ন পেয়েছেন সাবেক সংসদ সদস্য মরহুম শরীফ উদ্দিন আহমেদের ছেলে জেলা আওয়ামী লীগের আইন সম্পাদক ও সাবেক ছাত্রনেতা অ্যাডভোকেট ময়েজ উদ্দিন শরীফ রুয়েল।

এর আগে গতকাল রোববার কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে প্রার্থীদের চূড়ান্ত তালিকা ঘোষণা করেন দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

এ ছাড়া হবিগঞ্জ-৩ আসনে চতুর্থবারের মতো নৌকার মনোনয়ন পেয়েছেন জেলা আওয়ামী লীগের সভাপতি ও টানা তিনবারের সংসদ সদস্য অ্যাডভোকেট মো. আবু জাহির ও হবিগঞ্জ-৪ আসনে নৌকার মনোনয়ন পেয়েছেন বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী অ্যাডভোকেট মাহবুব আলী।
 
হবিগঞ্জ-১ আসনে মনোনয়ন পেয়ে ডা. মুশফিক হুসেন চৌধুরী আজকের পত্রিকাকে বলেন, ‘আওয়ামী লীগের জন্য দীর্ঘদিন আমি কাজ করেছি, তৃণমূল থেকে ছাত্র রাজনীতি করে আমি জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সভাপতি হয়েছিলাম। মাননীয় প্রধানমন্ত্রী আমাকে কেন্দ্রীয় আওয়ামী লীগে স্থান দিয়েছেন, আওয়ামী লীগের মনোনয়ন দিয়ে জেলা পরিষদের চেয়ারম্যান করেছেন। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে হবিগঞ্জ-১ (নবীগঞ্জ-বাহুবল) আসনে মনোনয়ন দেওয়ায় আমি বঙ্গবন্ধু কন্যা দেশরত্ন শেখ হাসিনার প্রতি কৃতজ্ঞ।’

হবিগঞ্জ-২ আসনের অ্যাডভোকেট ময়েজ উদ্দিন শরীফ রুয়েল বলেন, ‘আমি ও আমার পরিবার মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনার প্রতি কৃতজ্ঞ।’

এদিকে প্রার্থী তালিকা ঘোষণার সঙ্গে সঙ্গে নৌকার মনোনয়ন পাওয়া নেতাদের কর্মী সমর্থকেরা আনন্দ–উল্লাসে মেতে ওঠেন। অনেকে আবার সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে নৌকা মার্কাসহ নেতাদের ছবি সংবলিত ব্যানার ফেস্টুন আপলোড করেন। অনেকস্থানে আওয়ামী লীগের মনোনীত প্রার্থীদের কর্মী সমর্থকদের মিছিল ও মিষ্টি বিতরণ করতে দেখা গেছে।

১৩ ঘণ্টা অবরুদ্ধ থাকার পরে মুক্ত শাবি ভিসি, প্রো-ভিসি

হাইকোর্টের স্থগিতাদেশের বিরুদ্ধে আপিলের রায়ের পরদিনই শাকসু নির্বাচন, সিন্ডিকেটে সিদ্ধান্ত

অবরুদ্ধ শাবিপ্রবির ভিসি ও প্রো-ভিসি, পদত্যাগ দাবি

শাকসু নির্বাচনের দাবিতে আজ রাত ৯টা পর্যন্ত শিক্ষার্থীদের আলটিমেটাম

রিটকারী ভিপি প্রার্থী মমিনুর রশিদ শুভকে শাবিতে অবাঞ্ছিত ঘোষণা

হাইকোর্টে শাকসু নির্বাচন স্থগিতের প্রতিবাদে সিলেটে মহাসড়ক অবরোধ, তীব্র যানজট

শাকসু নির্বাচনের দাবিতে এবার প্রশাসনিক ভবনে তালা

কাল ভোট গ্রহণ: অনিশ্চয়তা কাটছে না শাকসু নির্বাচন নিয়ে

কর্তৃপক্ষের আশ্বাসে ৩৫ ঘণ্টা পর ওসমানীর শিক্ষানবিশ চিকিৎসকদের কর্মবিরতি প্রত্যাহার

সিলেটে মোটরসাইকেল দুর্ঘটনায় প্রাণ গেল মামাতো ও ফুফাতো ভাইয়ের