সিলেট: সারাদেশে চলমান ‘চলাচলে নিষেধাজ্ঞা’য় সীমিত সময় ব্যাংক লেনদেন চলছে। এমন পরিস্থিতিতে মোবাইল ব্যাংকিং সেবা বিকাশ, মোবাইল অপারেটর রবি ও গ্রামীণফোনের মাধ্যমে বিদ্যুৎ বিল পরিশোধের নির্দেশ দিয়েছে বিদ্যুৎ উন্নয়ন বোর্ড, সিলেট। মাইকিং করে এমন নির্দেশনা দেওয়ায় ক্ষোভ প্রকাশ করেন গ্রাহকরা।
শনিবার সিলেট নগরীতে মাইকিংয়ে বলা হয়, যথাসময়ে গ্রাহকদের মোবাইল অপারেটর বিকাশ, রবি এবং গ্রামীণফোনের মাধ্যমে বিল পরিশোধ করতে অনুরোধ করা হলো।
বিদ্যুৎ বিভাগের এ ঘোষণায় গ্রাহকদের মাঝে ক্ষোভ দেখা দিয়েছে।
সোবহানীঘাট এলাকার বাসিন্দা রুবেল মিয়া জানান, ‘লকডাউনে আমরা নানা সংকটের মধ্য দিয়ে দিন পার করছি। এ অবস্থায় বিদ্যুৎ বিল পরিশোধে সময় বাড়িয়ে দেওয়া উচিত ছিল। অথচ মাইকিং করে যথাসময়ে বিদ্যুৎ বিল পরিশোধ করতে বলা হচ্ছে। অন্যথায় বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে দেয়ার কথা বলা হচ্ছে। এটা মানুষের উপর জুলুম করা ছাড়া কিছু না।’
এ ব্যাপারে বিদ্যুৎ উন্নয়ন বোর্ড বিক্রয় ও বিতরণ কেন্দ্র সিলেট-১ এর প্রধান প্রকৌশলী মো. আব্দুল কাদির বলেন,এটা কেন্দ্রীয় সিদ্ধান্ত। কেন্দ্রীয় সিদ্ধান্তের বাইরে আমরা যেতে পারি না। নির্ধারিত সময়েই বিদ্যুৎ বিল পরিশোধ করতে হবে। এজন্য আমরা প্রচারণা চালাচ্ছি। বিল পরিশোধে বিকাশ, রবি ও গ্রামীণফোন, এই তিন মাধ্যমকে আপাতত অনুমোদন করা হয়েছে।
প্রসঙ্গত, বিকাশের মোবাইল ব্যাংকিংয়ের মতো রবি, গ্রামীণফোনে টাকা রিচার্জ করেও ম্যাসেজের মাধ্যমে বিল পরিশোধ করা যায়।