হোম > সারা দেশ > সিলেট

জৈন্তাপুর সীমান্তে রোহিঙ্গাসহ ৩১ জনকে পুশ ইন বিএসএফের

জৈন্তাপুর (সিলেট) প্রতিনিধি 

পুশ ইন করা রোহিঙ্গাসহ নারী, শিশুরা। ছবি: আজকের পত্রিকা

সিলেটের জৈন্তাপুর উপজেলার দুটি সীমান্ত দিয়ে ১৪ জন রোহিঙ্গা নাগরিকসহ ৩১ জনকে বাংলাদেশে পুশ ইন করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। এর মধ্যে ১৪ জন রোহিঙ্গাকে গতকাল বৃহস্পতিবার রাত ৭টা ৪৫ মিনিটে এবং ১৭ জন বাংলাদেশি নাগরিককে আজ শুক্রবার ভোররাত সাড়ে ৬টায় জৈন্তাপুরের দুটি পৃথক সীমান্ত দিয়ে পুশ ইন করা হয়।

বিজিবির সূত্র জানায়, গতকাল রাত আনুমানিক ৭টা ৪৫ মিনিটে ভারতের জালিয়াখলা বিএসএফ ক্যাম্পসংলগ্ন ১৩০১ নম্বর আন্তর্জাতিক সীমান্ত পিলারের ৫০ গজ ভেতরে জৈন্তাপুর উপজেলার লালাখাল বাগছড়া এলাকা দিয়ে ১৪ জন রোহিঙ্গা নাগরিককে বাংলাদেশে পুশ ইন করা হয়। ১৯ বিজিবির সদস্যরা তাদের আটক করেন। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা জানায়, সবাই মিয়ানমারের নাগরিক এবং কক্সবাজারের টেকনাফ ও উখিয়ার রোহিঙ্গা ক্যাম্প থেকে পালিয়ে কয়েক বছর আগে ভারতে গিয়েছিল। আটক ব্যক্তিদের মধ্যে চারজন পুরুষ, চারজন নারী ও ছয়টি শিশু রয়েছে।

অন্যদিকে আজ ভোররাত সাড়ে ৬টায় উপজেলার কেন্দ্রী সীমান্তের ১২৮২/৮ নম্বর সাবপিলার এলাকা দিয়ে ১৭ জন বাংলাদেশি নাগরিককে পুশ ইন করে বিএসএফ। ৪৮ বিজিবির মিনাটিলা বিওপির টহল দল সীমান্তের ২০০ গজ ভেতর থেকে তাঁদের আটক করে। আটক ব্যক্তিদের মধ্যে পাঁচজন পুরুষ, পাঁচজন নারী ও সাতটি শিশু রয়েছে। তারা সবাই কুড়িগ্রাম জেলার বাসিন্দা বলে জানিয়েছে বিজিবি।

৪৮ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ নাজমুল হক জানান, মিনাটিলা বিওপির টহল দল আজ সকালে ১৭ জন বাংলাদেশি নাগরিককে আটক করে। তাদের আইনগত প্রক্রিয়ার জন্য জৈন্তাপুর মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।

১৯ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ জুবায়ের আনোয়ার পিএসসি জানান, আটক ১৪ রোহিঙ্গার নাম ও পরিচয় সংগ্রহ করে আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য তাদেরও জৈন্তাপুর মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।

সিলেটে নভেম্বরে সড়কে ঝরল ২৫ প্রাণ

প্রথম দিনে শাকসুর মনোনয়নপত্র সংগ্রহ ৪৬, নেই নারী প্রার্থী

সিলেটে জুয়া খেলার সময় আটক ১২

সিলেটে রাত সাড়ে ৯টার পর বাণিজ্যিক প্রতিষ্ঠান বন্ধ থাকবে

সিলেটে কর্মবিরতিতে শিক্ষকেরা, বার্ষিক পরীক্ষা স্থগিত

সিলেটে যুবককে কুপিয়ে হত্যা

সিলেটে পুলিশ ফাঁড়িতে নির্যাতনে রায়হান হত্যা মামলার রায় ৭ জানুয়ারি

৬০ ঘণ্টা প্রশিক্ষণ ছাড়া ড্রাইভিং লাইসেন্স নয়: বিআরটিএ চেয়ারম্যান

চার ঘণ্টা পর সিলেটের সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ স্বাভাবিক

জৈন্তাপুরে ১৮২টি ভারতীয় কম্বলসহ গ্রেপ্তার ২