হোম > সারা দেশ > সুনামগঞ্জ

চোরাই পথে আনা কোটি টাকার ভারতীয় পণ্য জব্দ

গোয়াইনঘাট (সিলেট) প্রতিনিধি 

সীমান্তে বিজিবির অভিযানে জব্দ করা চোরাই পণ্য। ছবি: আজকের পত্রিকা

সিলেট ও সুনামগঞ্জ সীমান্তের চোরাই পথে ভারত থেকে আনা কোটি টাকার পণ্য জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

আজ শুক্রবার এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেন সিলেট ব্যাটালিয়নের (৪৮ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. নাজমুল হক।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার ভোরে সীমান্তের বাংলাবাজার, সোনালীচেলা, কালাইরাগ, প্রতাপপুর, সোনারহাট, উৎমা, নোয়াকোট, বিছনাকান্দি, সংগ্রাম, তামাবিল ও শ্রীপুর বিওপি কর্তৃক অভিযান পরিচালনা করা হয়। এ সময় বিপুল পরিমাণ সানগ্লাস, শাড়ি, কিশমিশ, ক্রিম, চকলেট, মেহেদি, জিলেট গার্ড ব্লেড, চিনি, মাথার তেল, সাবান, বাসমতি চাল, মদ, ফেনসিডিল ও অবৈধভাবে মালপত্র পরিবহনে ব্যবহৃত ঠেলাগাড়ি জব্দ করা হয়। জব্দ মালপত্রের মূল্য ১ কোটি ১৩ লাখ ১২ হাজার ৮৭০ টাকা।

লেফটেন্যান্ট কর্নেল নাজমুল জানান, ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশনা অনুযায়ী সীমান্তে নিরাপত্তা রক্ষা, চোরাচালান প্রতিরোধে বিজিবির অভিযান কার্যক্রম ও গোয়েন্দা তৎপরতা অব্যাহত রয়েছে। এরই ধারাবাহিকতায় সীমান্তবর্তী এলাকায় অভিযান পরিচালনা করে বিপুল পরিমাণ চোরাচালানের মালপত্র জব্দ করা হয়। এগুলোর বিষয়ে বিধি মোতাবেক প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

কাল ভোট গ্রহণ: অনিশ্চয়তা কাটছে না শাকসু নির্বাচন নিয়ে

কর্তৃপক্ষের আশ্বাসে ৩৫ ঘণ্টা পর ওসমানীর শিক্ষানবিশ চিকিৎসকদের কর্মবিরতি প্রত্যাহার

সিলেটে মোটরসাইকেল দুর্ঘটনায় প্রাণ গেল মামাতো ও ফুফাতো ভাইয়ের

সিলেটে যাত্রীবাহী দুটি বাসের মুখোমুখি সংঘর্ষ, নিহত ২

ওসমানী মেডিকেলে রোগীর স্বজন ও ইন্টার্ন চিকিৎসকদের সংঘর্ষ, পরে কর্মবিরতি

গণভোটে ‘হ্যাঁ’-এর পক্ষে প্রচার চালানো রাষ্ট্রের জন্য ফরজে কিফায়া: উপদেষ্টা নূরজাহান

শাকসু নির্বাচন ২০ জানুয়ারিই হবে

‘মব’ করে ইউপি চেয়ারম্যানকে হেনস্তা, গ্রেপ্তারের পর জামিন

সিলেটে বিএনপি নেতা মানিক সেনাবাহিনীর হাতে আটক

বিএনপি নেতার অশালীন আচরণ, জমিয়ত সভাপতি মাওলানা ফারুককে শোকজ