হোম > সারা দেশ > সিলেট

সীমান্তে প্রায় ২ কোটি টাকার ভারতীয় পণ্য জব্দ

গোয়াইনঘাট (সিলেট) প্রতিনিধি

সীমান্তে প্রায় দুই কোটি টাকার ভারতীয় পণ্য জব্দ। ছবি: সংগৃহীত

সীমান্ত এলাকা থেকে প্রায় দুই কোটি টাকার ভারতীয় পণ্য জব্দ করেছে বিজিবি। গতকাল বৃহস্পতিবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে সিলেট ব্যাটালিয়নের (৪৮ বিজিবি) আওতাধীন সিলেটের গোয়াইনঘাট উপজেলার প্রতাপপুর, সংগ্রাম বিওপিসহ বিভিন্ন সীমান্তে অভিযান চালিয়ে এসব পণ্য জব্দ করা হয়।

আজ শুক্রবার দুপুরে এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান সিলেট ব্যাটালিয়নের বিজিবি অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. হাফিজুর রহমান।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গোপন সংবাদের ভিত্তিতে গতকাল রাতে সিলেটের বিভিন্ন সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে বিজিবির টহল দল ভারতীয় শাড়ি ৭৯৮টি, কাশ্মীরি শাল ১২১টি, থ্রি পিস ৮১টি, কসমেটিক সামগ্রী ৪৫৬টি, মখমল সোফার কভার ২৫৪.৪০ মিটার এবং অবৈধভাবে পাথর উত্তোলনকারী নৌকা দুটিসহ অন্য ভারতীয় পণ্য আটক করে। যার মূল্য প্রায় ১ কোটি ৮৬ লাখ ৮০ হাজার টাকা।

এ ব্যাপারে জানতে চাইলে সিলেট ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. হাফিজুর রহমান বলেন, চোরাচালানের জব্দ মালামালের বিষয়ে বিধি মোতাবেক প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে।

সিলেটে যাত্রীবাহী দুটি বাসের মুখোমুখি সংঘর্ষ, নিহত ২

ওসমানী মেডিকেলে রোগীর স্বজন ও ইন্টার্ন চিকিৎসকদের সংঘর্ষ, পরে কর্মবিরতি

গণভোটে ‘হ্যাঁ’-এর পক্ষে প্রচার চালানো রাষ্ট্রের জন্য ফরজে কিফায়া: উপদেষ্টা নূরজাহান

শাকসু নির্বাচন ২০ জানুয়ারিই হবে

‘মব’ করে ইউপি চেয়ারম্যানকে হেনস্তা, গ্রেপ্তারের পর জামিন

সিলেটে বিএনপি নেতা মানিক সেনাবাহিনীর হাতে আটক

বিএনপি নেতার অশালীন আচরণ, জমিয়ত সভাপতি মাওলানা ফারুককে শোকজ

শাকসু নির্বাচনের দাবিতে মধ্যরাতে বিক্ষোভে উত্তাল শাবিপ্রবি, ইসির স্থগিতাদেশ প্রত্যাহারের দাবি

সিলেট থেকে আনুষ্ঠানিক নির্বাচনী প্রচারণা শুরু করবেন তারেক রহমান

অভিযানে জব্দ ২০ হাজার ঘনফুট বালু, ৫০ নৌকা ধ্বংস