হোম > সারা দেশ > মৌলভীবাজার

রাজনগরে সড়কের দুপাশের ঝোপঝাড় কেটে পরিষ্কার

রাজনগর (মৌলভীবাজার) প্রতিনিধি 

মৌলভীবাজারের রাজনগর উপজেলার মৌলভীবাজার-কুলাউড়া, রাজনগর-বালাগঞ্জ ও রাজনগর-ফেঞ্চুগঞ্জ সড়কের দুপাশ ঝোপঝাড়ে ঢাকা পড়েছিল। কোথাও কোথাও সড়কের ওপর চলে এসেছিল বিভিন্ন গাছ ও লতাপাতা। সড়কের দুই পাশে কোনো জায়গা খালি ছিল না। মূল সড়ক দিয়েই হাঁটতে হচ্ছিল পথচারীদের। যানবাহন এলে পথচারীদের সরে দাঁড়ানোর জায়গাও ছিল না। শুধু তাই নয়, ঝোপঝাড়ের কারণে সড়কে বাঁকের উল্টো দিক থেকে কোনো পরিবহন আসছে কি না তাও দেখার সুযোগ ছিল না। ফলে প্রায় ঘটতো ছোটবড় দুর্ঘটনা। যে কোনো সময় বড় ধরনের দুর্ঘটনার আশঙ্কা করছিলেন স্থানীয়রা।

জানা যায়, গত ২২ সেপ্টেম্বর সারা দেশে স্থানীয় দৈনিক আজকের পত্রিকায় এ নিয়ে সংবাদ প্রকাশিত হয়। মৌলভীবাজার সড়ক বিভাগের উদ্যোগে মৌলভীবাজার-কুলাউড়া সড়কের রাজনগর অংশের দুপাশের ঝোপঝাড় কেটে পরিষ্কার পরিচ্ছন্ন করে পথচারীদের চলাচলের ব্যবস্থা করা হয়েছে।

এ ব্যাপারে বাইকচালক মোস্তফা বকস বলেন, রাজনগর থেকে মৌলভীবাজার যাওয়ার পথে সামনে থেকে বড় গাড়ি আসলে মোটরসাইকেল সাইড করার মতো জায়গা ছিল না। মোটরসাইকেলে যাতায়াত করতে গিয়ে প্রায়ই ঝোপঝাড়ের ছোট ছোট গাছগুলোর ডালপালা এসে হাত মুখে লেগে আঘাতপ্রাপ্ত হতাম। এখন পরিষ্কার করায় যাতায়াতে আর কোনো অসুবিধা হবে না।

অটোচালক আব্দুল করিম বলেন, সড়কের দুপাশে ঝোপঝাড় থাকায় আমাদের অটো চালাতে অনেক সমস্যায় পড়তে হতো। বড় গাড়ি আসলে অটো সাইড করার ব্যবস্থা ছিল না। সড়কের ওপরে দাঁড়িয়ে যাত্রী নামতে হতো। দিনের বেলায় ঝোপঝাড় থেকে গরু ছাগল হঠাৎ এসে সামনে পড়ত। ফলে তখন নিয়ন্ত্রণ করা কঠিন হয়ে পড়ত। ঝোপঝাড় পরিষ্কার করায় গাড়ি চালাতে আর কোনো সমস্যা হবে না।

এ বিষয়ে সড়ক বিভাগের মৌলভীবাজার জেলার নির্বাহী প্রকৌশলী মো. জিয়া উদ্দিন বলেন, আজকের পত্রিকায় সংবাদ দেখে দুর্ঘটনা প্রতিরোধে মহাসড়কের দুপাশের ঝোপঝাড় দ্রুত পরিষ্কার করা হয়েছে। আজ ঢাকা থেকে পরিষ্কারের জন্য মেশিন আনা হচ্ছে। দ্রুত জেলার সব সড়কের ঝোপঝাড় পরিষ্কার করার হবে।

স্বাস্থ্য প্রযুক্তিবিদ এম খছরু চৌধুরী বলেন, এ সড়কের দুপাশ ঝোপঝাড় হওয়ায় তা জঙ্গলে পরিণত হয়েছিল। গাড়িতে যাতায়াতের সময় ঝোপঝাড়ের গাছগুলোর ডালপালা এসে হাত মুখে আঘাত লাগত। পথচারীরা প্রায় দুর্ঘটনার শিকার হচ্ছিলেন। প্রায় ঘটতো অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনা। আজকের পত্রিকায় সংবাদ প্রকাশ করায় ঝোপঝাড় পরিষ্কার করা হয়েছে। এ জন্য আজকের পত্রিকাকে ধন্যবাদ জানাচ্ছি।

সাদাপাথর-কাণ্ড: সাহাব উদ্দিনকে দলীয় পদ ফিরিয়ে দিল বিএনপি

সিলেটে টিলা থেকে অবৈধভাবে পাথর উত্তোলন করায় আটক ১৬

সীমান্ত দিয়ে ভারতে অনুপ্রবেশের চেষ্টা, নারী–শিশুসহ আটক ১১

খালেদা জিয়াকে নিয়ে আপত্তিকর মন্তব্য, চুনারুঘাটে ‘চিতল মুখলিছ’কে গণপিটুনি

জাফলংয়ে বালুচাপায় শ্রমিকের মৃত্যু

সিলেট-২ আসনে মনোনয়নপত্র জমা দিলেন ইলিয়াসপত্নী লুনা ও ছেলে অর্ণব

সিলেটে পরিত্যক্ত অবস্থায় অবিস্ফোরিত মর্টার শেল উদ্ধার

হবিগঞ্জে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে জামায়াতের প্রার্থীকে শোকজ

সিলেটে জুয়া খেলা অবস্থায় আটক ৭

ভোলাগঞ্জ স্থলবন্দর উদ্বোধন করলেন নৌপরিবহন উপদেষ্টা