হোম > সারা দেশ > সিলেট

‘মায়ের দোয়া’য় ভাগ্য বদল

মিনহাজ মির্জা, গোয়াইনঘাট (সিলেট)

‘মায়ের দোয়া’য় ভাগ্য বদলে গেছে গোয়াইনঘাটের হিরা আহমেদের (৪২)। শখের বসে একটি ছাগলের খামার গড়ে তুলেছিলেন বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি করা হিরা আহমেদ। সেই খামারের সুনাম ইতিমধ্যে দূর–দূরান্তে ছড়িয়ে পড়েছে। খামার দেখার পাশাপাশি ছাগল কিনতে এখন অনেকেই তাঁর বাড়িতে ভিড় জমাচ্ছেন।

প্রথমে একটি ব্ল্যাক বেঙ্গল দিয়ে তিনি খামারটি চালু করেন। উপজেলার রাধানগর এলাকায় ছাগলের খামারটি গড়ে তোলা হয়। খামারে কয়েক প্রজাতির হাঁস-মোরগও রয়েছে।

খামারে কয়েক প্রজাতির ছাগল রয়েছে। এসবের মধ্যে রয়েছে ব্ল্যাক বেঙ্গল, বিটল, শিরহি, গুজরী, হারিয়ানা, কারলী কোটা, তোতাপারি, যমুনাপারি ও গাড়ল। তা ছাড়া ক্রস জাতের ছাগলও রয়েছে।

ভিন্ন প্রজাতির ছাগলগুলোর দামও ভিন্ন। যেমন ক্রস ছাগল বিক্রি করছেন ১৫-৩০ হাজার টাকায়। পিওর জাত বিভিন্ন দামের বাচ্চার জোড়া বিক্রি করে থাকেন ৭০-৯০ হাজার টাকায়। পিওর জাতের বড় মা ছাগল ৭০-৯০ হাজার টাকায় বিক্রি হয়।

এ ছাড়া এসবের পাশাপাশি খামারে দেশি মোরগ, টাইগার মোরগ, দেশি হাঁস, চীনা হাঁস রয়েছে প্রায় দেড় শ। ঈদের আগে খামার থেকে সাতটি গাড়ল ছাগল বিক্রি করেছেন ১ লাখ ৩০ হাজার টাকায়। ঈদে পাঁচটি বড় এবং মাঝারি ছাগল বিক্রি করেছেন ২ লাখ ১০ হাজার টাকায়। বর্তমানে খামারে ছাগলের সংখ্যা রয়েছে ৫১টি।

হিরা বলেন, ‘প্রাণীদের প্রতি ছোটবেলা থেকেই আমার ভালোবাসা আছে। সেই থেকেই খামারটি গড়ে তোলা। গত বছর কৃষি ব্যাংকের কর্মকর্তারা আমার খামারটি পরিদর্শন করেছেন। সরকারিভাবে কোনো সহযোগিতা পেলে খামারটি আরও বড় করে এলাকার বেকার তরুণদেরও এ কাজ করতে সহায়তা করব।’ 
এলাকার বেকার তরুণদের উদ্দেশে হিরা বলেন, চাকরির পেছনে না ঘুরে নিজে নিজে কিছু করে চেষ্টা করলে দেশকে অনেক দূর এগিয়ে নিয়ে যাওয়া সম্ভব। তাই কোনো কাজই ছোট করে দেখলে হবে না। নিজে কিছু করার চেষ্টা করুন।

খামারের নামকরণের কারণ সম্পর্কে জানতে চাইলে তিনি বলেন, ‘মূলত আমার মায়ের হাত ধরেই পশুপালন শুরু করি। মাকে আমি খুব ভালোবাসি। মায়ের প্রতি শ্রদ্ধা ও ভালোবাসার নিদর্শন হিসেবেই এই নাম দেওয়া।’

খামারে তাঁর অনুপস্থিতিতে বেশি সময় দিয়ে থাকেন তাঁর সহধর্মিণী হাসিনা আক্তার (৩২)। তিনি বলেন, ছাগল পালন করা কষ্টসাধ্য হলেও আনন্দে তা পালন করে আসছি। এতে আমাদের বাড়তি আয়ের উৎসও তৈরি হয়েছে। আমার স্বামীর অনুপস্থিতিতে ছেলেমেয়েদের নিয়ে আমি সময় দিয়ে থাকি।’

হিরা আহমেদ বলেন, প্রাণীদের প্রতি আমার ছোটবেলা থেকেই এক ধরনের প্রেম জমে আছে। এই প্রেম থেকেই আজ এই খামারটি তৈরি করা। যদি সরকারিভাবে কোনো সহযোগিতা পাই, তাহলে খামারটি আরও বড় করে এলাকার বেকার তরুণদেরও এ কাজ করতে সহায়তা করব। এ ছাড়া গত ৫ জুন উপজেলা প্রাণিসম্পদ মেলায় তার খামারটি প্রথম স্থান অধিকার করে।

এ ব্যাপারে গোয়াইনঘাট উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মো. জামাল খান বলেন, ‘খামারটি আমাদের তালিকাভুক্ত।’

কর্তৃপক্ষের আশ্বাসে ৩৫ ঘণ্টা পর ওসমানীর শিক্ষানবিশ চিকিৎসকদের কর্মবিরতি প্রত্যাহার

সিলেটে মোটরসাইকেল দুর্ঘটনায় প্রাণ গেল মামাতো ও ফুফাতো ভাইয়ের

সিলেটে যাত্রীবাহী দুটি বাসের মুখোমুখি সংঘর্ষ, নিহত ২

ওসমানী মেডিকেলে রোগীর স্বজন ও ইন্টার্ন চিকিৎসকদের সংঘর্ষ, পরে কর্মবিরতি

গণভোটে ‘হ্যাঁ’-এর পক্ষে প্রচার চালানো রাষ্ট্রের জন্য ফরজে কিফায়া: উপদেষ্টা নূরজাহান

শাকসু নির্বাচন ২০ জানুয়ারিই হবে

‘মব’ করে ইউপি চেয়ারম্যানকে হেনস্তা, গ্রেপ্তারের পর জামিন

সিলেটে বিএনপি নেতা মানিক সেনাবাহিনীর হাতে আটক

বিএনপি নেতার অশালীন আচরণ, জমিয়ত সভাপতি মাওলানা ফারুককে শোকজ

শাকসু নির্বাচনের দাবিতে মধ্যরাতে বিক্ষোভে উত্তাল শাবিপ্রবি, ইসির স্থগিতাদেশ প্রত্যাহারের দাবি