হোম > সারা দেশ > সিলেট

নর্দমা থেকে কুকুরের তুলে আনা সেই নবজাতকের মৃত্যু

সিলেট প্রতিনিধি

সিলেটে রাস্তার নর্দমা থেকে খাওয়ার জন্য কুকুরের তুলে আনা সেই নবজাতকের মৃত্যু হয়েছে। আজ শনিবার শিশুটির লাশ দাফন করা হয়েছে। এর আগে গত বৃহস্পতিবার নগরীর ১৮ নম্বর ওয়ার্ডে নর্দমা থেকে তুলে আনা নবজাতকটিকে কুকুরের মুখ থেকে রক্ষা করেন স্থানীয় এক নারী। 

পরে ওয়ার্ড কাউন্সিলরের তত্ত্বাবধানে শিশুটিকে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি রেখে চিকিৎসা দেওয়া হয়। গভীর রাতে শিশুটির মৃত্যু হয়। তবে কে বা কারা এই ঘটনার সঙ্গে জড়িত তা এখনো জানা যায়নি। 

সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের উপপরিচালক ডা. সৌমিত্র চক্রবর্তী বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি আজকের পত্রিকাকে বলেন, ‘এক দিন বয়সী শিশুটিকে বৃহস্পতিবার সকালে এক নারী স্থানীয় ওয়ার্ড কাউন্সিলরের তত্ত্বাবধানে ওসমানীতে ভর্তি করেন। শিশুটিকে কুকুর মুখ দিয়ে তুলে আনায় শরীরের বেশ কিছু ক্ষতের সৃষ্টি হয়। এতে রক্তক্ষরণও হয়।’ 

তিনি আরও বলেন, ‘আমরা তাকে বাঁচানোর সর্বোচ্চ চেষ্টা করেছিলাম, কিন্তু সে মারা গেছে। ময়নাতদন্তের রিপোর্ট না এলে বোঝা যাচ্ছে না বাচ্চাটি কী কারণে মারা গেল।’ 

ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ (এসআই) জাফর ইমাম আজকের পত্রিকাকে জানান, শিশুটির লাশ শনিবার ময়নাতদন্ত শেষে পুলিশ নগরীর মানিকপীর টিলায় দাফন করেছে।

সিলেট সীমান্তে খাসিয়াদের গুলিতে ২ জন নিহত

সিলেটে প্রথম আলো অফিসের সাইনবোর্ড, গ্লাস ভাঙচুর

কোন্দলই বিএনপির বড় সংকট

সিলেটে দুই মোটরসাইকেলের সংঘর্ষে নিহত তিন

হত্যা মামলায় বিয়ানীবাজার পৌর আ. লীগ সভাপতি গ্রেপ্তার

সিলেটে যেসব এলাকায় ১০ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না বুধবার

চবি উপ-উপাচার্যের পদে থাকার নৈতিক অধিকার নেই: নাছির উদ্দীন

শাকসু নির্বাচন: ছাত্রদলের ২২ সদস্যের প্যানেল ঘোষণা, নারী প্রার্থী একজন ও মুক্তিযুদ্ধ সম্পাদক পদ ফাঁকা

বেড়িবাঁধের মাটি কাটার সময় মাটিচাপায় শ্রমিকের মৃত্যু

সিলেটে সিএনজিচালিত অটোরিকশা ছিনতাইয়ের জন্য চালককে হত্যা