হোম > সারা দেশ > সিলেট

নর্দমা থেকে কুকুরের তুলে আনা সেই নবজাতকের মৃত্যু

সিলেট প্রতিনিধি

সিলেটে রাস্তার নর্দমা থেকে খাওয়ার জন্য কুকুরের তুলে আনা সেই নবজাতকের মৃত্যু হয়েছে। আজ শনিবার শিশুটির লাশ দাফন করা হয়েছে। এর আগে গত বৃহস্পতিবার নগরীর ১৮ নম্বর ওয়ার্ডে নর্দমা থেকে তুলে আনা নবজাতকটিকে কুকুরের মুখ থেকে রক্ষা করেন স্থানীয় এক নারী। 

পরে ওয়ার্ড কাউন্সিলরের তত্ত্বাবধানে শিশুটিকে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি রেখে চিকিৎসা দেওয়া হয়। গভীর রাতে শিশুটির মৃত্যু হয়। তবে কে বা কারা এই ঘটনার সঙ্গে জড়িত তা এখনো জানা যায়নি। 

সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের উপপরিচালক ডা. সৌমিত্র চক্রবর্তী বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি আজকের পত্রিকাকে বলেন, ‘এক দিন বয়সী শিশুটিকে বৃহস্পতিবার সকালে এক নারী স্থানীয় ওয়ার্ড কাউন্সিলরের তত্ত্বাবধানে ওসমানীতে ভর্তি করেন। শিশুটিকে কুকুর মুখ দিয়ে তুলে আনায় শরীরের বেশ কিছু ক্ষতের সৃষ্টি হয়। এতে রক্তক্ষরণও হয়।’ 

তিনি আরও বলেন, ‘আমরা তাকে বাঁচানোর সর্বোচ্চ চেষ্টা করেছিলাম, কিন্তু সে মারা গেছে। ময়নাতদন্তের রিপোর্ট না এলে বোঝা যাচ্ছে না বাচ্চাটি কী কারণে মারা গেল।’ 

ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ (এসআই) জাফর ইমাম আজকের পত্রিকাকে জানান, শিশুটির লাশ শনিবার ময়নাতদন্ত শেষে পুলিশ নগরীর মানিকপীর টিলায় দাফন করেছে।

কর্তৃপক্ষের আশ্বাসে ৩৫ ঘণ্টা পর ওসমানীর শিক্ষানবিশ চিকিৎসকদের কর্মবিরতি প্রত্যাহার

সিলেটে মোটরসাইকেল দুর্ঘটনায় প্রাণ গেল মামাতো ও ফুফাতো ভাইয়ের

সিলেটে যাত্রীবাহী দুটি বাসের মুখোমুখি সংঘর্ষ, নিহত ২

ওসমানী মেডিকেলে রোগীর স্বজন ও ইন্টার্ন চিকিৎসকদের সংঘর্ষ, পরে কর্মবিরতি

গণভোটে ‘হ্যাঁ’-এর পক্ষে প্রচার চালানো রাষ্ট্রের জন্য ফরজে কিফায়া: উপদেষ্টা নূরজাহান

শাকসু নির্বাচন ২০ জানুয়ারিই হবে

‘মব’ করে ইউপি চেয়ারম্যানকে হেনস্তা, গ্রেপ্তারের পর জামিন

সিলেটে বিএনপি নেতা মানিক সেনাবাহিনীর হাতে আটক

বিএনপি নেতার অশালীন আচরণ, জমিয়ত সভাপতি মাওলানা ফারুককে শোকজ

শাকসু নির্বাচনের দাবিতে মধ্যরাতে বিক্ষোভে উত্তাল শাবিপ্রবি, ইসির স্থগিতাদেশ প্রত্যাহারের দাবি