হোম > সারা দেশ > সিলেট

নর্দমা থেকে কুকুরের তুলে আনা সেই নবজাতকের মৃত্যু

সিলেট প্রতিনিধি

সিলেটে রাস্তার নর্দমা থেকে খাওয়ার জন্য কুকুরের তুলে আনা সেই নবজাতকের মৃত্যু হয়েছে। আজ শনিবার শিশুটির লাশ দাফন করা হয়েছে। এর আগে গত বৃহস্পতিবার নগরীর ১৮ নম্বর ওয়ার্ডে নর্দমা থেকে তুলে আনা নবজাতকটিকে কুকুরের মুখ থেকে রক্ষা করেন স্থানীয় এক নারী। 

পরে ওয়ার্ড কাউন্সিলরের তত্ত্বাবধানে শিশুটিকে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি রেখে চিকিৎসা দেওয়া হয়। গভীর রাতে শিশুটির মৃত্যু হয়। তবে কে বা কারা এই ঘটনার সঙ্গে জড়িত তা এখনো জানা যায়নি। 

সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের উপপরিচালক ডা. সৌমিত্র চক্রবর্তী বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি আজকের পত্রিকাকে বলেন, ‘এক দিন বয়সী শিশুটিকে বৃহস্পতিবার সকালে এক নারী স্থানীয় ওয়ার্ড কাউন্সিলরের তত্ত্বাবধানে ওসমানীতে ভর্তি করেন। শিশুটিকে কুকুর মুখ দিয়ে তুলে আনায় শরীরের বেশ কিছু ক্ষতের সৃষ্টি হয়। এতে রক্তক্ষরণও হয়।’ 

তিনি আরও বলেন, ‘আমরা তাকে বাঁচানোর সর্বোচ্চ চেষ্টা করেছিলাম, কিন্তু সে মারা গেছে। ময়নাতদন্তের রিপোর্ট না এলে বোঝা যাচ্ছে না বাচ্চাটি কী কারণে মারা গেল।’ 

ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ (এসআই) জাফর ইমাম আজকের পত্রিকাকে জানান, শিশুটির লাশ শনিবার ময়নাতদন্ত শেষে পুলিশ নগরীর মানিকপীর টিলায় দাফন করেছে।

সীমান্ত দিয়ে ভারতে অনুপ্রবেশের চেষ্টা, নারী–শিশুসহ আটক ১১

খালেদা জিয়াকে নিয়ে আপত্তিকর মন্তব্য, চুনারুঘাটে ‘চিতল মুখলিছ’কে গণপিটুনি

জাফলংয়ে বালুচাপায় শ্রমিকের মৃত্যু

সিলেট-২ আসনে মনোনয়নপত্র জমা দিলেন ইলিয়াসপত্নী লুনা ও ছেলে অর্ণব

সিলেটে পরিত্যক্ত অবস্থায় অবিস্ফোরিত মর্টার শেল উদ্ধার

হবিগঞ্জে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে জামায়াতের প্রার্থীকে শোকজ

সিলেটে জুয়া খেলা অবস্থায় আটক ৭

ভোলাগঞ্জ স্থলবন্দর উদ্বোধন করলেন নৌপরিবহন উপদেষ্টা

জৈন্তাপুরে সড়ক দুর্ঘটনায় একজন নিহত

সিলেটে ট্রলির ধাক্কায় মসজিদের ইমাম নিহত