সিলেটের প্রবীণ রাজনীতিবিদ ও বাংলাদেশের সাম্যবাদী দলের (এম. এল) কেন্দ্রীয় পলিটব্যুরো সদস্য ও সিলেট জেলার সাধারণ সম্পাদক কমরেড ধীরেন সিংহ (৭৪) মারা গেছেন। গতকাল মঙ্গলবার রাত সাড়ে আটটার দিকে সিলেটের একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়। তিনি সিলেট মনিপুরী রাজবাড়ি এলাকার স্থায়ী বাসিন্দা। সাম্যবাদী দলের পলিটব্যুরোর পাশাপাশি মনিপুরী যুব সমিতির (বামযুস) কেন্দ্রীয় কমিটির সভাপতির দায়িত্বে ছিলেন তিনি।
আজ বুধবার দুপুরে সিলেট কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে ধীরেন সিংহের মরদেহে শ্রদ্ধা জানানোর জন্য আনা হয়। এ সময় সিলেট সিটি করপোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী, সিলেট সদর উপজেলা চেয়ারম্যান আশফাক আহমদ, জেলা ও মহানগর আওয়ামী লীগ নেতৃবৃন্দসহ সিলেটের বিভিন্ন রাজনীতিক দলের নেতা-কর্মী ও শুভাকাঙ্খীসহ বহু মানুষ তাঁকে ফুল দিয়ে শ্রদ্ধার মাধ্যমে শেষ বিদায় জানান।