শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ২০ বছর পর উপ-উপাচার্য নিয়োগ দেওয়া হয়েছে। নতুন এই পদে নিয়োগ পেয়েছেন বিশ্ববিদ্যালয়টির পরিসংখ্যান বিভাগের অধ্যাপক ড. মো. কবির হোসেন।
আজ সোমবার শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় শাখার উপসচিব মোছা. রোখছানা বেগম স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে বিষয়টি জানানো হয়।
প্রজ্ঞাপনে বলা হয়, রাষ্ট্রপতি ও আচার্যের অনুমোদনক্রমে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় আইন, ১৯৮৭-এর ধারা ১৩ (১) অনুযায়ী পরিসংখ্যান বিভাগের অধ্যাপক ড. মো. কবির হোসেনকে বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য পদে নিয়োগ দেওয়া হয়। উপ-উপাচার্য হিসেবে তাঁর এ নিয়োগের মেয়াদ যোগদানের তারিখ থেকে চার বছর হবে।
উপ-উপাচার্য পদে কর্মরত থাকাকালীন তিনি তাঁর বর্তমান পদের সমপরিমাণ বেতন-ভাতাদি পাবেন। তিনি এই পদ সংশ্লিষ্ট অন্যান্য সুযোগ-সুবিধা ভোগ করবেন এবং সার্বক্ষণিকভাবে বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে অবস্থান করবেন। তিনি বিশ্ববিদ্যালয়ের আইন/সংবিধি দিয়ে নির্ধারিত ও উপাচার্য প্রদত্ত দায়িত্ব পালন করবেন। রাষ্ট্রপতি ও আচার্য মনে করলে যেকোনো সময় এ নিয়োগ বাতিল করতে পারবেন।
উল্লেখ্য ২০০২ সালে প্রথম উপ–উপাচার্যের নিয়োগ হয়। সেই নিয়োগে শাবিপ্রবির উপ–উপাচার্যের দায়িত্ব পান অধ্যাপক মোসলেহ উদ্দিন আহমদ। তিনি ২০০৩ সালের ২৭ এপ্রিল পর্যন্ত প্রায় এক বছর উপ–উপাচার্যের দায়িত্ব পালন করেন। এরপর থেকে এ বছরের গত ৯ জুলাই পর্যন্ত ২০ বছর উপ–উপাচার্যের পদটি শূন্য ছিল।