হোম > সারা দেশ > সিলেট

সিলেটে বিদ্যুতের খুঁটির সঙ্গে ধাক্কা, প্রাইভেট কারের ৩ যাত্রী নিহত

জৈন্তাপুর (সিলেট) প্রতিনিধি 

দুমড়ে মুচড়ে যাওয়া প্রাইভেটকার। ছবি: সংগৃহীত

সিলেটে নিয়ন্ত্রণ হারিয়ে বিদ্যুতের খুঁটির সঙ্গে ধাক্কা লেগে প্রাইভেট কারের তিন যাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন একজন। আজ শুক্রবার সকালে সিলেট-তামাবিল মহাসড়কের ধামড়ী এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত তিনজন হলেন সুনামগঞ্জের ছাতক উপজেলার তাঁতীকোনা গ্রামের সৈয়দ মোখলেছ মোহন (২০), একই উপজেলার রাধানগর গ্রামের আব্দুল আজিজ সায়েম (২১) এবং হাফিজুর রহমান (২০)। আহত ব্যক্তির নাম-পরিচয় জানা যায়নি।

সিলেট-তামাবিল হাইওয়ে পুলিশের ইনচার্জ মোহাম্মদ হাবিবুর রহমান আজকের পত্রিকাকে এই তথ্য জানিয়েছেন। তিনি বলেন, দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ গিয়ে দুজনের লাশ উদ্ধার করেছে। আহত দুজনকে হাসপাতালে পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় আরেকজনের মৃত্যু হয়েছে। দুর্ঘটনার কারণ অনুসন্ধান চলছে।

দুমড়ে মুচড়ে যাওয়া প্রাইভেটকার। ছবি: সংগৃহীত

এলাকাবাসী জানায়, আজ শুক্রবার লাল শাপলা বিল জৈন্তাপুর থেকে সিলেটে ফেরার সময় বেলা ১১টার দিকে সিলেট-তামাবিল মহাসড়কের ধামড়ী এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে প্রাইভেট কার (ঢাকা-মেট্রো-গ-২১৩-৩৮৫৪) বিদ্যুতের খুঁটির সঙ্গে ধাক্কা লাগে। তাতে প্রাইভেট কারটি দুমড়েমুচড়ে গিয়ে ঘটনাস্থলেই দুজন নিহত হন। আহত দুজনকে গুরুতর অবস্থায় উদ্ধার করে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় আরেকজনের মৃত্যু হয়।

গণভোটে ‘হ্যাঁ’-এর পক্ষে প্রচার চালানো রাষ্ট্রের জন্য ফরজে কিফায়া: উপদেষ্টা নূরজাহান

শাকসু নির্বাচন ২০ জানুয়ারিই হবে

‘মব’ করে ইউপি চেয়ারম্যানকে হেনস্তা, গ্রেপ্তারের পর জামিন

সিলেটে বিএনপি নেতা মানিক সেনাবাহিনীর হাতে আটক

বিএনপি নেতার অশালীন আচরণ, জমিয়ত সভাপতি মাওলানা ফারুককে শোকজ

শাকসু নির্বাচনের দাবিতে মধ্যরাতে বিক্ষোভে উত্তাল শাবিপ্রবি, ইসির স্থগিতাদেশ প্রত্যাহারের দাবি

সিলেট থেকে আনুষ্ঠানিক নির্বাচনী প্রচারণা শুরু করবেন তারেক রহমান

অভিযানে জব্দ ২০ হাজার ঘনফুট বালু, ৫০ নৌকা ধ্বংস

মৌলভীবাজারে তাপমাত্রা নেমেছে ৭ ডিগ্রিতে

১৪ জানুয়ারি দেশব্যাপী কর্মবিরতির ঘোষণা হোটেল–রেস্তোরাঁর শ্রমিকদের