হোম > সারা দেশ > সিলেট

হবিগঞ্জে নার্স দিয়ে প্রসূতির অস্ত্রোপচার, ৫০ হাজার টাকা জরিমানা

হবিগঞ্জ প্রতিনিধি

হবিগঞ্জের একটি বেসরকারি হাসপাতালে প্রসূতির অস্ত্রোপচার করছিলেন নার্স। বিষয়টি জানতে পেরে ওই হাসপাতালে অভিযান চালিয়ে ঘটনার সত্যতা পান প্রশাসন। পরে ভ্রাম্যমাণ আদালত প্রতিষ্ঠানের এমডিকে ৫০ হাজার টাকা জরিমানা ও ৭ দিনের কারাদণ্ড দেন। ঘটনাটি ঘটে আজ বৃহস্পতিবার শহরের পৌর বাস টার্মিনাল এলাকায়। 

সিভিল সার্জন কার্যালয় সূত্রে জানা যায়, আজ (বৃহস্পতিবার) নিয়মিত তদারকির অংশ হিসেবে সিভিল সার্জন ডা. মোহাম্মদ নূরুল হকের নেতৃত্বে একটি দল শহরের পপুলার জেনারেল হাসপাতালে অভিযান চালান। এ সময় পরিদর্শন দল দেখতে পান, কোন চিকিৎসক ছাড়াই নার্সের মাধ্যমে এক প্রসূতির অস্ত্রোপচার চলছিল। পরে ২৫০ শয্যা হাসপাতালের বিশেষজ্ঞ সার্জন এনে অস্ত্রোপচার সম্পন্ন করান সিভিল সার্জন। 

এরপর ভ্রাম্যমাণ আদালতটি শহরের আরেকটি বেসরকারি ক্লিনিক অ্যাপোলো হাসপাতালে তালা ঝোলান। এ সময় র‍্যাবের একটি দল ভ্রাম্যমাণ আদালতকে সহযোগিতা করে। 

সিভিল সার্জন ডা. মোহাম্মদ নূরুল হক আজকের পত্রিকাকে বলেন, ‘নিবন্ধন না থাকা এবং চিকিৎসক ছাড়া অস্ত্রোপচারের দায়ে হাসপাতালের এমডি তারেক আজিজ খানকে পৃথক দুটি ধারায় ৭ দিনের কারাদণ্ড এবং ৫০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়। নিবন্ধন না থাকায় আ্যপোলো হাসপাতালকে তালাবদ্ধ করা হয়েছে।’

১৩ ঘণ্টা অবরুদ্ধ থাকার পরে মুক্ত শাবি ভিসি, প্রোভিসি

হাইকোর্টের স্থগিতাদেশের বিরুদ্ধে আপিলের রায়ের পরদিনই শাকসু নির্বাচন, সিন্ডিকেটে সিদ্ধান্ত

অবরুদ্ধ শাবিপ্রবির ভিসি ও প্রো-ভিসি, পদত্যাগ দাবি

শাকসু নির্বাচনের দাবিতে আজ রাত ৯টা পর্যন্ত শিক্ষার্থীদের আলটিমেটাম

রিটকারী ভিপি প্রার্থী মমিনুর রশিদ শুভকে শাবিতে অবাঞ্ছিত ঘোষণা

হাইকোর্টে শাকসু নির্বাচন স্থগিতের প্রতিবাদে সিলেটে মহাসড়ক অবরোধ, তীব্র যানজট

শাকসু নির্বাচনের দাবিতে এবার প্রশাসনিক ভবনে তালা

কাল ভোট গ্রহণ: অনিশ্চয়তা কাটছে না শাকসু নির্বাচন নিয়ে

কর্তৃপক্ষের আশ্বাসে ৩৫ ঘণ্টা পর ওসমানীর শিক্ষানবিশ চিকিৎসকদের কর্মবিরতি প্রত্যাহার

সিলেটে মোটরসাইকেল দুর্ঘটনায় প্রাণ গেল মামাতো ও ফুফাতো ভাইয়ের