হোম > সারা দেশ > সিলেট

সিলেটে বকেয়া মজুরিসহ ৫ দফা দাবিতে চা শ্রমিকদের মশাল মিছিল

নিজস্ব প্রতিবেদক সিলেট 

বকেয়া মজুরিসহ ৫ দফা দাবিতে চা শ্রমিকদের মশাল মিছিল। ছবি: আজেকর পত্রিকা

সিলেটে বকেয়া মজুরি পরিশোধসহ পাঁচ দফা দাবিতে মশাল মিছিল করেছেন চা শ্রমিকরা। বাংলাদেশ চা শ্রমিক ফেডারেশন ও চা বাগান শিক্ষা অধিকার বাস্তবায়ন পরিষদের নেতৃত্বে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

আজ সোমবার সন্ধ্যায় সিলেটের লাক্কাতুরা রেস্ট ক্যাম্প বাজার থেকে মশাল মিছিল শুরু হয়ে বিমানবন্দর সড়ক প্রদক্ষিণ করে সমাবেশে মিলিত হয়।

সমাবেশে সভাপতিত্ব করেন বাংলাদেশ চা শ্রমিক ফেডারেশন সিলেট জেলার সাধারণ সম্পাদক অজিত রায়। সঞ্চালনায় ছিলেন চা শ্রমিক নেতা বচন কালোয়ার। বক্তব্য দেন অধীর বাউরী, আমিরন গোয়ালা, এবং যোগেশ বাক্তি।

সমাবেশে শ্রমিক নেতারা জানান, ন্যাশনাল টি কোম্পানি লিমিটেডের (এনটিসি) চা বাগানগুলোর শ্রমিকরা গত তিন মাস ধরে বকেয়া মজুরি পাচ্ছেন না। ৫ আগস্ট সরকার পরিবর্তনের পর এনটিসির চেয়ারম্যান শেখ কবির হোসেনসহ সাত পরিচালক পদত্যাগ করেন। তাদের বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহার ও দুর্নীতির অভিযোগ রয়েছে।

বক্তারা আরও বলেন, সরকার পতনের পর আটকে যায় ব্যাংক লোন। বন্ধ হয়ে গেছে রেশন এবং মজুরি পরিশোধ। শ্রমিক নেতারা অবিলম্বে সমস্যা সমাধানের দাবি জানান।

শ্রমিকদের পাঁচ দফা দাবিগুলো হলো—বকেয়া মজুরি পরিশোধ এবং বন্ধ চা বাগান চালু করা, চা শ্রমিকদের দৈনিক মজুরি ৫০০ টাকা নির্ধারণ করা, গেজেট-২০২ সহ শ্রম আইনের বৈষম্যমূলক ধারা বাতিল করা, চা বাগানের ভূমি অধিকার নিশ্চিত ও নতুন প্রকল্প চালুর পরিকল্পনা বন্ধ করা, বাংলাদেশ চা শ্রমিক ইউনিয়নের দ্রুত নির্বাচন দেওয়া।

সিলেট সীমান্তে খাসিয়াদের গুলিতে ২ জন নিহত

সিলেটে প্রথম আলো অফিসের সাইনবোর্ড, গ্লাস ভাঙচুর

কোন্দলই বিএনপির বড় সংকট

সিলেটে দুই মোটরসাইকেলের সংঘর্ষে নিহত তিন

হত্যা মামলায় বিয়ানীবাজার পৌর আ. লীগ সভাপতি গ্রেপ্তার

সিলেটে যেসব এলাকায় ১০ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না বুধবার

চবি উপ-উপাচার্যের পদে থাকার নৈতিক অধিকার নেই: নাছির উদ্দীন

শাকসু নির্বাচন: ছাত্রদলের ২২ সদস্যের প্যানেল ঘোষণা, নারী প্রার্থী একজন ও মুক্তিযুদ্ধ সম্পাদক পদ ফাঁকা

বেড়িবাঁধের মাটি কাটার সময় মাটিচাপায় শ্রমিকের মৃত্যু

সিলেটে সিএনজিচালিত অটোরিকশা ছিনতাইয়ের জন্য চালককে হত্যা