হোম > সারা দেশ > সিলেট

জাফলংয়ে অবৈধভাবে বালু-পাথর তোলা বন্ধ করে চা-বাগান রক্ষার দাবি

গোয়াইনঘাট (সিলেট) প্রতিনিধি 

সিলেটের গোয়াইনঘাটে জাফলং নদী থেকে অবৈধভাবে বালু ও পাথর উত্তোলন বন্ধের দাবিতে মানববন্ধন। ছবি: আজকের পত্রিকা

সিলেটের গোয়াইনঘাটে জাফলং নদী থেকে অবৈধভাবে বালু ও পাথর উত্তোলন বন্ধ করে চা-বাগান রক্ষার দাবিতে কর্মবিরতি পালন ও মানববন্ধন করেছেন শ্রমিকেরা।

জাফলং চা-বাগানবাসীর উদ্যোগে আজ বৃহস্পতিবার বিকেলে বাগান-সংলগ্ন নদীর পাশে ও সেতুর ওপরে দুই ঘণ্টাব্যাপী এই মানববন্ধন করা হয়। এতে বক্তারা বলেন, প্রভাবশালী একটি চক্র সরকারের নির্দেশনা অমান্য করে জাফলং নদী থেকে অপরিকল্পিতভাবে অবৈধ পন্থায় যন্ত্র দিয়ে বালু ও পাথর উত্তোলন করে পরিবেশ ধ্বংস করছে। এই ধ্বংসলীলার মাধ্যমে ক্ষতি হচ্ছে দেশের সর্ববৃহৎ এই সমতল চা-বাগান। অপর দিকে আসন্ন বন্যায় নদীগর্ভে বাড়িঘরসহ ফসলি জমি বিলীন হওয়ার আশঙ্কায় দিন পার করছে তীরবর্তী এলাকার মানুষ। চক্রের এসব কার্যক্রমের প্রতিবাদ করলে প্রাণনাশের হুমকিসহ মিথ্যা মামলা দিয়ে হয়রানি করে।

বক্তারা আরও বলেন, জাফলংয়ে কোনোভাবেই থামছে না বোমা মেশিনের তাণ্ডব। অনুমোদিত ও অপরিকল্পিতভাবে অবৈধ এই যন্ত্রের মাধ্যমে বালু-পাথর উত্তোলন বন্ধে ব্যবস্থা নেওয়ার জন্য উচ্চ আদালতের নির্দেশ থাকা সত্ত্বেও তা বন্ধ হচ্ছে না। এ কারণে নদীভাঙন দেখা দিয়ে হুমকির মুখে চা-বাগানসহ আশপাশের এলাকা। এই যন্ত্রের বিরুদ্ধে মাঝেমধ্যে অভিযান পরিচালনা করলেও প্রশাসনের নজর এড়াতে জড়িতরা গভীর রাতে বালু-পাথর তুলছে। অনতিবিলম্বে অবৈধভাবে যন্ত্র দিয়ে পাথর ও বালু উত্তোলন বন্ধে প্রশাসনকে কার্যকর ব্যবস্থা নেওয়ার জোর দাবি জানান বক্তারা।

সিলেটের গোয়াইনঘাটে জাফলং নদী থেকে অবৈধভাবে বালু ও পাথর উত্তোলন বন্ধের দাবিতে মানববন্ধন। ছবি: আজকের পত্রিকা

জাফলং চা-বাগানের ব্যবস্থাপক সাহাব উল্লাহ সরকারের সভাপতিত্বে মানববন্ধনটি সঞ্চালনা করেন সাবেক ইউপি সদস্য সারবেন মাহালী। বক্তব্য দেন বাগানের সহকারী ব্যবস্থাপক কামাল হোসেন, ফিল্ড সুপারভাইজার কফিল উদ্দিন লিটন, ইউপি সদস্য সইলেন দেব, রিনি প্রধান, বাগান পঞ্চায়েত কমিটির উপদেষ্টা সজল রঞ্জন চাষা, পরিচালনা কমিটির সভাপতি নিতাই পাল, সদস্য অঞ্জলি মাহালী প্রমুখ।

সিলেটে জুয়া খেলা অবস্থায় আটক ৭

ভোলাগঞ্জ স্থলবন্দর উদ্বোধন করলেন নৌপরিবহন উপদেষ্টা

জৈন্তাপুরে সড়ক দুর্ঘটনায় একজন নিহত

সিলেটে ট্রলির ধাক্কায় মসজিদের ইমাম নিহত

জৈন্তাপুরে সাড়ে ১৬ হাজার ঘনফুট বালু জব্দ, নিলামে বিক্রি

মৌলভীবাজারে আ.লীগের ৯ নেতা-কর্মী গ্রেপ্তার

সিলেট সীমান্তে খাসিয়াদের গুলিতে ২ জন নিহত

সিলেটে প্রথম আলো অফিসের সাইনবোর্ড, গ্লাস ভাঙচুর

কোন্দলই বিএনপির বড় সংকট

সিলেটে দুই মোটরসাইকেলের সংঘর্ষে নিহত তিন