হোম > সারা দেশ > সিলেট

সিলেটে কাউন্সিলরের কার্যালয়ে হামলা

প্রতিনিধি

সিলেট(কোতোয়ালী): সিলেট সিটি কর্পোরেশনের তিন নম্বর ওয়ার্ড কাউন্সিলর ও আওয়ামী লীগ নেতা আবুল কালাম আজাদ লায়েকের অফিস ও বাসায় হামলা চালিয়েছে দুর্বৃত্তরা।

গতকাল শুক্রবার রাত সাড়ে ৮টার দিকে নগরের মুন্সিপাড়ার কাউন্সিলর কার্যালয়ে হামলার এ ঘটনা ঘটে। এ সময় কয়েকজন যুবক কাউন্সিলরের কার্যালয়, বাসা এবং তার অনুসারীদের বাসা ভাঙচুর করে। খবর পেয়ে তাৎক্ষণিক পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়।

কাউন্সিলর আবুল কালাম আজাদ লায়েক জানান, আমি ছেলেকে নিয়ে তারাবির নামাজে যাওয়ার প্রস্তুতি নিচ্ছিলাম। এ সময় সিসিটিভি ক্যামেরায় দেখতে পাই, অন্তত ১৫ থেকে ২০ জন যুবক মোটরসাইকেলে করে এসে হামলা চালায়। তারা কার্যালয়ের সাইনবোর্ড ভাঙচুর করে এবং সার্টারে দা দিয়ে কুপিয়েছে। এ ছাড়াও আশপাশের অন্তত ২০টি বাসায় হামলা চালিয়েছে দুর্বৃত্তরা। এ ঘটনায় স্থানীয় কয়েকজনের নাম উল্লেখ করেন কাউন্সিলর লায়েক।

কাউন্সিলর বলেন, যারা হামলা করেছে সিসিটিভি ফুটেজে তাদের চেহারা স্পষ্ট দেখা গেছে। পুলিশও তাদের চিনতে পেরেছে। তারা হচ্ছেন স্থানীয় যুবদল নেতা মোহাম্মদ লাহিন, এরশাদ, রাশিদ, সাগর, বিদ্যুৎ, আনন্দ, মুন্না এবং তাদের সহযোগীরা। ভোটের সময় যারা আমার সাথে ছিলেন বা যারা কাজ করেছিলেন তাদের বাসায়ও হামলা চালানো হয় বলে অভিযোগ করেন লায়েক।

সিলেট কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এসএম আবু ফরহাদ জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। পুলিশ ওই এলাকার সিসিটিভি ফুটেজ দেখে হামলাকারীদের শনাক্ত করার চেষ্টা করছে। শুক্রবার রাতেই কাউন্সিলর লায়েক ১৬ জনের নাম উল্লেখ করে ও অজ্ঞাত আরও কয়েকজনকে আসামী করে মামলা করেছেন।

মৌলভীবাজারে তাপমাত্রা নেমেছে ৭ ডিগ্রিতে

১৪ জানুয়ারি দেশব্যাপী কর্মবিরতির ঘোষণা হোটেল–রেস্তোরাঁর শ্রমিকদের

মব ভায়োলেন্স গণতন্ত্রকে ধ্বংস করে দিচ্ছে: মির্জা ফখরুল

সুনামগঞ্জ-৩ আসন: ৮ প্রার্থীর ৩ জনই কোটিপতি

নির্বাচনী হলফনামা: সম্পদ বেড়েছে আরিফের, স্ত্রীও হয়েছেন কোটিপতি

সিকৃবিতে কৃষি গুচ্ছের ভর্তি পরীক্ষায় উপস্থিতির হার ৯৩.৪১ শতাংশ

অনেক বছর পরে একটা প্রকৃত ভোট হবে: রিজওয়ানা হাসান

সাদাপাথর-কাণ্ড: সাহাব উদ্দিনকে দলীয় পদ ফিরিয়ে দিল বিএনপি

সিলেটে টিলা থেকে অবৈধভাবে পাথর উত্তোলন করায় আটক ১৬

সীমান্ত দিয়ে ভারতে অনুপ্রবেশের চেষ্টা, নারী–শিশুসহ আটক ১১