হোম > সারা দেশ > সিলেট

সিলেটে কাউন্সিলরের কার্যালয়ে হামলা

প্রতিনিধি

সিলেট(কোতোয়ালী): সিলেট সিটি কর্পোরেশনের তিন নম্বর ওয়ার্ড কাউন্সিলর ও আওয়ামী লীগ নেতা আবুল কালাম আজাদ লায়েকের অফিস ও বাসায় হামলা চালিয়েছে দুর্বৃত্তরা।

গতকাল শুক্রবার রাত সাড়ে ৮টার দিকে নগরের মুন্সিপাড়ার কাউন্সিলর কার্যালয়ে হামলার এ ঘটনা ঘটে। এ সময় কয়েকজন যুবক কাউন্সিলরের কার্যালয়, বাসা এবং তার অনুসারীদের বাসা ভাঙচুর করে। খবর পেয়ে তাৎক্ষণিক পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়।

কাউন্সিলর আবুল কালাম আজাদ লায়েক জানান, আমি ছেলেকে নিয়ে তারাবির নামাজে যাওয়ার প্রস্তুতি নিচ্ছিলাম। এ সময় সিসিটিভি ক্যামেরায় দেখতে পাই, অন্তত ১৫ থেকে ২০ জন যুবক মোটরসাইকেলে করে এসে হামলা চালায়। তারা কার্যালয়ের সাইনবোর্ড ভাঙচুর করে এবং সার্টারে দা দিয়ে কুপিয়েছে। এ ছাড়াও আশপাশের অন্তত ২০টি বাসায় হামলা চালিয়েছে দুর্বৃত্তরা। এ ঘটনায় স্থানীয় কয়েকজনের নাম উল্লেখ করেন কাউন্সিলর লায়েক।

কাউন্সিলর বলেন, যারা হামলা করেছে সিসিটিভি ফুটেজে তাদের চেহারা স্পষ্ট দেখা গেছে। পুলিশও তাদের চিনতে পেরেছে। তারা হচ্ছেন স্থানীয় যুবদল নেতা মোহাম্মদ লাহিন, এরশাদ, রাশিদ, সাগর, বিদ্যুৎ, আনন্দ, মুন্না এবং তাদের সহযোগীরা। ভোটের সময় যারা আমার সাথে ছিলেন বা যারা কাজ করেছিলেন তাদের বাসায়ও হামলা চালানো হয় বলে অভিযোগ করেন লায়েক।

সিলেট কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এসএম আবু ফরহাদ জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। পুলিশ ওই এলাকার সিসিটিভি ফুটেজ দেখে হামলাকারীদের শনাক্ত করার চেষ্টা করছে। শুক্রবার রাতেই কাউন্সিলর লায়েক ১৬ জনের নাম উল্লেখ করে ও অজ্ঞাত আরও কয়েকজনকে আসামী করে মামলা করেছেন।

সিলেট সীমান্তে খাসিয়াদের গুলিতে ২ জন নিহত

সিলেটে প্রথম আলো অফিসের সাইনবোর্ড, গ্লাস ভাঙচুর

কোন্দলই বিএনপির বড় সংকট

সিলেটে দুই মোটরসাইকেলের সংঘর্ষে নিহত তিন

হত্যা মামলায় বিয়ানীবাজার পৌর আ. লীগ সভাপতি গ্রেপ্তার

সিলেটে যেসব এলাকায় ১০ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না বুধবার

চবি উপ-উপাচার্যের পদে থাকার নৈতিক অধিকার নেই: নাছির উদ্দীন

শাকসু নির্বাচন: ছাত্রদলের ২২ সদস্যের প্যানেল ঘোষণা, নারী প্রার্থী একজন ও মুক্তিযুদ্ধ সম্পাদক পদ ফাঁকা

বেড়িবাঁধের মাটি কাটার সময় মাটিচাপায় শ্রমিকের মৃত্যু

সিলেটে সিএনজিচালিত অটোরিকশা ছিনতাইয়ের জন্য চালককে হত্যা