হোম > সারা দেশ > সুনামগঞ্জ

বিয়ের আশ্বাসে শারীরিক সম্পর্ক, ধর্ষণ মামলায় প্রেমিক কারাগারে

জগন্নাথপুর (সুনামগঞ্জ) প্রতিনিধি  

ধর্ষণ মামলায় গ্রেপ্তার প্রেমিক শাহিন মিয়া (১৯)। ছবি: আজকের পত্রিকা

সুনামগঞ্জের জগন্নাথপুরে বিয়ের আশ্বাসে তরুণীর (১৮) সঙ্গে শারীরিক সম্পর্কের পর বিয়ে না করার অভিযোগে শাহিন মিয়া (১৯) নামের এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল শনিবার তাঁকে উপজেলার রানীগঞ্জ ইউনিয়নের গন্ধর্বপুর গ্রাম থেকে গ্রেপ্তার করা হয়।

শাহিন মিয়া গন্ধর্বপুর গ্রামের হান্নান মিয়ার ছেলে।

মামলা সূত্রে জানা গেছে, অভিযুক্ত তরুণ শাহিন মিয়ার সঙ্গে একই এলাকার ওই তরুণীর গত এক বছর ধরে প্রেমের সম্পর্ক চলছিল। বিয়ের আশ্বাসে তাঁদের মধ্যে একাধিকবার শারীরিক সম্পর্কও হয়। গত ১৫ সেপ্টেম্বর অভিযুক্ত শাহিন ওই তরুণীকে তাঁর বাড়িতে নিয়ে যায় এবং বিয়ের প্রলোভনে শারীরিক সম্পর্ক করে। পরদিন শাহিন ওই তরুণীকে বিয়ে না করে পালিয়ে যায়। খবর পেয়ে ওই তরুণীর বাবা এলাকাবাসীর সহযোগিতায় তাঁর মেয়েকে শাহিনের বাড়ি থেকে উদ্ধার করেন।

এ ঘটনায় গত ১৬ সেপ্টেম্বর ওই তরুণীর বাবা বাদী হয়ে জগন্নাথপুর থানায় শাহিনের বিরুদ্ধে ধর্ষণ মামলা করেন।

বিষয়টি নিশ্চিত করে জগন্নাথপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোখলেছুর রহমান আকন্দ আজকের পত্রিকাকে বলেন, মামলার দায়ের পর থেকে শাহিন পলাতক ছিল। গ্রেপ্তারের পর আসামিকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

১৩ ঘণ্টা অবরুদ্ধ থাকার পরে মুক্ত শাবি ভিসি, প্রো-ভিসি

হাইকোর্টের স্থগিতাদেশের বিরুদ্ধে আপিলের রায়ের পরদিনই শাকসু নির্বাচন, সিন্ডিকেটে সিদ্ধান্ত

অবরুদ্ধ শাবিপ্রবির ভিসি ও প্রো-ভিসি, পদত্যাগ দাবি

শাকসু নির্বাচনের দাবিতে আজ রাত ৯টা পর্যন্ত শিক্ষার্থীদের আলটিমেটাম

রিটকারী ভিপি প্রার্থী মমিনুর রশিদ শুভকে শাবিতে অবাঞ্ছিত ঘোষণা

হাইকোর্টে শাকসু নির্বাচন স্থগিতের প্রতিবাদে সিলেটে মহাসড়ক অবরোধ, তীব্র যানজট

শাকসু নির্বাচনের দাবিতে এবার প্রশাসনিক ভবনে তালা

কাল ভোট গ্রহণ: অনিশ্চয়তা কাটছে না শাকসু নির্বাচন নিয়ে

কর্তৃপক্ষের আশ্বাসে ৩৫ ঘণ্টা পর ওসমানীর শিক্ষানবিশ চিকিৎসকদের কর্মবিরতি প্রত্যাহার

সিলেটে মোটরসাইকেল দুর্ঘটনায় প্রাণ গেল মামাতো ও ফুফাতো ভাইয়ের