হোম > সারা দেশ > সুনামগঞ্জ

জগন্নাথপুরে বাজারে দায়িত্ব পালনে এসে ২ দিন ধরে নিখোঁজ নৈশপ্রহরী

জগন্নাথপুর (সুনামগঞ্জ) প্রতিনিধি

সুনামগঞ্জের জগন্নাথপুরে বাজারে দায়িত্ব পালন করতে এসে আফতর আলী (৫৬) নামের এক নৈশপ্রহরী দুদিন ধরে নিখোঁজ। এই ঘটনায় গতকাল রোববার রাতে তাঁর স্ত্রী ছায়ারুন বেগম থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন। 

নিখোঁজ হওয়ার বিষয় আজকের পত্রিকাকে নিশ্চিত করেন জগন্নাথপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলাম। তিনি বলেন, ‘নিখোঁজের বিষয়ে জিডি হওয়ার পর ঘটনাস্থল পরিদর্শন করেছি। ওই নৈশপ্রহরীর সন্ধান খুঁজে পেতে পুলিশ কাজ করছে।’ 

পুলিশ ও স্থানীয়রা জানান, আফতর আলী জগন্নাথপুর উপজেলার কলকলিয়া ইউনিয়নের সাদিপুর গ্রামের মৃত সাহেব আলীর ছেলে। প্রতিদিনের মতো গত শনিবার রাতে সাদিপুর বাজার পাহারার কাজে আসেন আফতর আলী। পরদিন ভোরে বাড়ি ফেরেননি। পরে নৈশপ্রহরীর স্ত্রী-সন্তান সাদিপুর বাজারে খুঁজতে এসে তাঁর বসার স্থানে জুতা, টর্চলাইটের কাভার ও গায়ের জ্যাকেট পান। 

আফতর আলীর ছেলে রকিব আলী বলেন, ‘আমার বাবার সঙ্গে কারও শত্রুতা নেই। তবে কয়েক দিন আগে বাবা যে বাজার পাহারা দিতেন সেখানে চুরির ঘটনা ঘটে। কারা চুরি করেছে তা আমার বাবা জানতেন।’ 

কলকলিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ফখরুল হোসেন বলেন, ‘আফতর আলী অনেক দিন ধরে ওই বাজারে সততার সঙ্গে নৈশপ্রহরীর কাজ করে আসছেন। তিনি খুবই ভালো একজন মানুষ। কারও সঙ্গে কোনো বৈরিতা নাই। তাঁর নিখোঁজের বিষয়টি আমরা গুরুত্ব সহকারে দেখছি।’

ভোলাগঞ্জ স্থলবন্দর উদ্বোধন করলেন নৌপরিবহন উপদেষ্টা

জৈন্তাপুরে সড়ক দুর্ঘটনায় একজন নিহত

সিলেটে ট্রলির ধাক্কায় মসজিদের ইমাম নিহত

জৈন্তাপুরে সাড়ে ১৬ হাজার ঘনফুট বালু জব্দ, নিলামে বিক্রি

মৌলভীবাজারে আ.লীগের ৯ নেতা-কর্মী গ্রেপ্তার

সিলেট সীমান্তে খাসিয়াদের গুলিতে ২ জন নিহত

সিলেটে প্রথম আলো অফিসের সাইনবোর্ড, গ্লাস ভাঙচুর

কোন্দলই বিএনপির বড় সংকট

সিলেটে দুই মোটরসাইকেলের সংঘর্ষে নিহত তিন

হত্যা মামলায় বিয়ানীবাজার পৌর আ. লীগ সভাপতি গ্রেপ্তার