বাংলাদেশ কর্মসংস্থান ব্যাংক ছাতক শাখার ম্যানেজার আবদুল লতিফ, জকিগঞ্জ উপজেলা ছাত্রলীগের সাবেক যুগ্ম আহ্বায়ক গতকাল বৃহস্পতিবার বিকেলে নিজ কর্মস্থল থেকে সিলেটে ফেরার পথে নৌকাডুবিতে নিখোঁজ হন। এখনো পর্যন্ত তাঁর কোনো সন্ধান পাওয়া যায়নি।
জানা যায়, আব্দুল লতিফের বাড়ি জকিগঞ্জের কসকনকপুরের মৌলভীরচক গ্রামে।
এ বিষয়ে ব্যাংক কর্মকর্তা আবু সায়েম জানান, ব্যাংকের দুই কর্মকর্তাসহ সাতজন যাত্রী ছিলেন নৌকায়। প্রচণ্ড স্রোতের কারণে নৌকাটি গোবিন্দগঞ্জে ফেরার পথে একটি সেতুর সঙ্গে ধাক্কা লেগে ডুবে যায়। এ সময় চারজন যাত্রী সাঁতারে ওপরে উঠে এলে অপর তিন সহযাত্রী তীরে উঠতে ব্যর্থ হন।
নিখোঁজ আব্দুল লতিফের আত্মীয় ইসমাইল হোসেন সেলিম জানান, আবু সায়েমের সঙ্গে থাকা দুটি মোবাইল ফোনই বন্ধ রয়েছে। এ ঘটনায় তাঁর দুই শিশুসন্তানসহ স্বজনেরা খুবই উদ্বিগ্ন রয়েছেন।