হোম > সারা দেশ > মৌলভীবাজার

শ্রীমঙ্গলে পিকআপ উল্টে ২ চা-শ্রমিক নিহত, আহত ১৬

কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি  

শ্রীমঙ্গলে পিকআপ উল্টে ২ চা-শ্রমিক নিহত। ছবি: আজকের পত্রিকা

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে চা-শ্রমিকদের বহনকারী একটি পিকআপ উল্টে দুই ব্যক্তির মৃত্যু হয়েছে। আহত হয়েছেন ১৬ জন। এর মধ্যে ছয়জনের অবস্থা আশঙ্কাজনক। আজ সোমবার ঢাকা-সিলেট মহাসড়কের সাতগাঁও চা-বাগান ফ্যাক্টরির পাশে এ দুর্ঘটনা ঘটে।

নিহত ব্যক্তিরা হলেন বিশাল দাস (১৭) ও হৃদয় রবিদাস (২৫)। তাঁরা আমরাইলছড়া চা-বাগানের বাসিন্দা।

পুলিশ সূত্রে জানা যায়, আজ দুপুরে আমরাইল চা-বাগান থেকে শ্রমিকদের নিয়ে পিকআপটি কাজে যাওয়ার পথে ঢাকা-সিলেট আঞ্চলিক মহাসড়কের ভাঙ্গা এলাকায় পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। এ সময় পিকআপে থাকা ১৮-২০ জন যাত্রী গুরুতর আহত হন। আহত ব্যক্তিদের তাৎক্ষণিকভাবে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান স্থানীয় বাসিন্দারা।

সদর হাসপাতালের আবাসিক মেডিকেল কর্মকর্তা আহমদ ফয়সল জামান বলেন, শ্রীমঙ্গলে দুর্ঘটনায় গুরুতর আহত ছয়জন সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। হাসপাতালে আনার পথে দুজন মারা গেছেন।

এ বিষয়ে সাতগাঁও হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুর রহমান আজকের পত্রিকাকে বলেন, ‘গুরুতর আহত ব্যক্তিদের হাসপাতালে পাঠানো হয়েছে এবং গাড়ি আটক করে হাইওয়ে থানায় আনা হয়েছে।’

মৌলভীবাজারে তাপমাত্রা নেমেছে ৭ ডিগ্রিতে

১৪ জানুয়ারি দেশব্যাপী কর্মবিরতির ঘোষণা হোটেল–রেস্তোরাঁর শ্রমিকদের

মব ভায়োলেন্স গণতন্ত্রকে ধ্বংস করে দিচ্ছে: মির্জা ফখরুল

সুনামগঞ্জ-৩ আসন: ৮ প্রার্থীর ৩ জনই কোটিপতি

নির্বাচনী হলফনামা: সম্পদ বেড়েছে আরিফের, স্ত্রীও হয়েছেন কোটিপতি

সিকৃবিতে কৃষি গুচ্ছের ভর্তি পরীক্ষায় উপস্থিতির হার ৯৩.৪১ শতাংশ

অনেক বছর পরে একটা প্রকৃত ভোট হবে: রিজওয়ানা হাসান

সাদাপাথর-কাণ্ড: সাহাব উদ্দিনকে দলীয় পদ ফিরিয়ে দিল বিএনপি

সিলেটে টিলা থেকে অবৈধভাবে পাথর উত্তোলন করায় আটক ১৬

সীমান্ত দিয়ে ভারতে অনুপ্রবেশের চেষ্টা, নারী–শিশুসহ আটক ১১