হোম > সারা দেশ > সিলেট

সিলেটে ব্যবসায়ী হত্যা মামলায় একজনের মৃত্যুদণ্ড

নিজস্ব প্রতিবেদক, সিলেট  

প্রতীকী ছবি

সিলেটের গোলাপগঞ্জে ব্যবসায়ী এহতেশামুল হক শাহিন হত্যা মামলায় একজনকে মৃত্যুদণ্ড ও চারজনকে যাবজ্জীবন কারাদণ্ডের আদেশ দিয়েছেন আদালত। আজ বুধবার সিলেটের অতিরিক্ত দায়রা জজ প্রথম আদালতের বিচারক মাহমুদুল হাসান এ রায় ঘোষণা করেন।

আদালতের অতিরিক্ত পিপি মো. আবু তাহের এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি আজকের পত্রিকাকে বলেন, অভিযোগ প্রমাণিত না হওয়ায় রায়ে দুজন আসামিকে খালাস দিয়েছেন আদালত। সাজাপ্রাপ্তদের মধ্যে ফাঁসির দণ্ডপ্রাপ্ত আসামিকে ২০ হাজার টাকা অর্থদণ্ড আর যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডিত চারজনকে ২০ হাজার টাকা জরিমানা অনাদায়ে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।

মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি ওয়াহিদুর রহমান সানি গোলাপগঞ্জ উপজেলার হাজিপুর গ্রামের মাহবুবুর রহমান ফয়সালের ছেলে। যাবজ্জীবন দণ্ডপ্রাপ্তরা হলেন একই উপজেলার কায়স্তগ্রাম (কুসুমবাগ) গ্রামের জামাল হোসেনের ছেলে সারওয়ার হোসেন, মানিক মিয়ার ছেলে শাকিল আহমেদ, নূর ইসলামের ছেলে ফাহিম ইসলাম এবং বিশ্বনাথ উপজেলার বাহাড়া (দুবাগ) গ্রামের আহমদ আলীর ছেলে রায়হান আহমেদ অনিক।

আদালতের কোর্ট পরিদর্শক মো. জামশেদ আলম বলেন, রায় ঘোষণার সময় অনিক ছাড়া অন্যরা আদালতে উপস্থিত ছিলেন। অনিকের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন আদালত।

জামশেদ আলম আরও বলেন, এ ছাড়া অভিযোগ প্রমাণিত না হওয়ায় এই মামলায় দুজনকে খালাস দেওয়া হয়েছে। তাঁরা হলেন জামিনে থাকা উপজেলার ফুলবাড়ী ইউনিয়নের হাজিপুর (শুকনা) গ্রামের মাজেদুর রহমান ও হাজিপুর সাতঘরি গ্রামের মহিউদ্দিন বাদাই।

রায়ে সন্তুষ্টি প্রকাশ করে মামলার বাদী ইফতেখারুল হক সবুজ জানান, ‌‘আমরা ন্যায়বিচার পেয়েছি। এখন দ্রুত রায় কার্যকরের দাবি জানাচ্ছি।’

মামলার নথিপত্র থেকে জানা যায়, ২০২১ সালের ২১ মার্চ রাত দেড়টার দিকে ব্যবসায়ী এহতেশামুল হক শাহিন বাড়ি ফিরছিলেন। পথে দুর্বৃত্তরা রাস্তায় কলাগাছ ফেলে সিএনজির গতিরোধ করে। পরে তারা শাহিনকে উপর্যুপরি ছুরিকাঘাত করে পালিয়ে যায়। পরিবার ও চালকের সহায়তায় তাঁকে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

সীমান্ত দিয়ে ভারতে অনুপ্রবেশের চেষ্টা, নারী–শিশুসহ আটক ১১

খালেদা জিয়াকে নিয়ে আপত্তিকর মন্তব্য, চুনারুঘাটে ‘চিতল মুখলিছ’কে গণপিটুনি

জাফলংয়ে বালুচাপায় শ্রমিকের মৃত্যু

সিলেট-২ আসনে মনোনয়নপত্র জমা দিলেন ইলিয়াসপত্নী লুনা ও ছেলে অর্ণব

সিলেটে পরিত্যক্ত অবস্থায় অবিস্ফোরিত মর্টার শেল উদ্ধার

হবিগঞ্জে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে জামায়াতের প্রার্থীকে শোকজ

সিলেটে জুয়া খেলা অবস্থায় আটক ৭

ভোলাগঞ্জ স্থলবন্দর উদ্বোধন করলেন নৌপরিবহন উপদেষ্টা

জৈন্তাপুরে সড়ক দুর্ঘটনায় একজন নিহত

সিলেটে ট্রলির ধাক্কায় মসজিদের ইমাম নিহত