বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) কথিত সোর্স ও বিজিবির সদস্যরা হবিগঞ্জের চুনারুঘাট চা বাগানের সেকশন থেকে ১০টি গরু নিয়ে নিলামে বিক্রি করে দেওয়ার অভিযোগ উঠেছে। এ অভিযোগের প্রতিবাদে নালুয়া চা বাগানের চা শ্রমিকেরা কাজ বর্জন করে মানববন্ধন কর্মসূচি পালন করেছে। আজ শনিবার বাগানের হাসপাতালের সামনে সকাল ১০টা থেকে বেলা ১১টা পর্যন্ত তারা এ মানববন্ধন করে।
মানববন্ধনে বক্তারা বলেন, গত ২১ এপ্রিল নালুয়া চা বাগানের ১৫-১৬ নম্বর সেকশন থেকে উত্তম পান তাঁতীর ১টি, লক্ষণ পান তাঁতীর ১ টি, জয় উড়াওয়ের ৪ টি, সুমন উড়াওয়ের ৪ টিসহ ১০টি গরু নিয়ে গেছে বিজিবির সোর্স শিপনসহ চিমটি বিল বিওপির জোয়ানরা। তাঁরা গরুগুলো ২৩ এপ্রিল ২ লাখ ৪৫ হাজার টাকায় নিলামে বিক্রি করে দেয় ৫৫ ব্যাটালিয়নের বিজিবি। শ্রমিকেরা তাঁদের গরু ফেরতের দাবিতে এ মানববন্ধন করেন।
বক্তারা মানববন্ধনে জানান, তাঁরা ঈদের আগের দিন স্থানীয় সংসদ সদস্য ও বেসামরিক বিমান চলাচল ও পর্যটন প্রতিমন্ত্রী মাহবুব আলীর সঙ্গে দেখা করে এ বিষয়ে লিখিত অভিযোগ জানাবেন। সেই সঙ্গে পরবর্তীতে তারা বাগানের কাজ বর্জনের কর্মসূচি ঘোষণা করবেন।
এ বিষয়ে চিমটি বিল বিওপির বিজিবির পক্ষ থেকে জানানো হয়, ‘গরুগুলো ভারত থেকে চোরাই পথে এসেছিল জেনে তারা সেগুলো আটক করে পরবর্তীতে নিলামে বিক্রি করে দিয়েছে।
এ ব্যাপারে চুনারুঘাট উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মো. আব্দুল কাদির লস্কর বলেন, তিনি এ বিষয়টি গত সপ্তাহে উপজেলা পরিষদের এক সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও), থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাসহ সাংবাদিকদের অবগত করেছেন। নিরীহ চা শ্রমিকদের ওপর নির্যাতন কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।
মানববন্ধনে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন চা শ্রমিক নেতা ও ইউপি সদস্য মাখন গোস্বামী, নটবর রোদ্রপাল, রতন কর্মার প্রমুখ।