হোম > সারা দেশ > সিলেট

বানিয়াচংয়ে মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত ২ কলেজছাত্র

বানিয়াচং (হবিগঞ্জ) প্রতিনিধি

হবিগঞ্জের শায়েস্তাগঞ্জে মোটরসাইকেল দুর্ঘটনায় বানিয়াচংয়ের দুজন নিহত হন। এতে আহত হন আরও দুজন। গতকাল বুধবার রাত সাড়ে ৮টায় শায়েস্তাগঞ্জ রেলস্টেশনের পাশে এ দুর্ঘটনা ঘটে। 

নিহত দুজন হলেন বানিয়াচং উপজেলা সদরের নন্দীপাড়া গ্রামের আব্দুল আহাদ মিয়ার ছেলে সিয়াম আহমেদ (২২) ও দাসপাড়া গ্রামের মহিউদ্দিন মিয়ার ছেলে ফাহিম আহমেদ (২২)। আহত অপর দুজন হলেন রাহেল (২৩) ও জীবন আহমেদ (২২)। নিহত ও আহতরা সবাই বন্ধু ছিলেন। 

নিহতদের পারিবারিক ও এলাকাবাসী সূত্রে জানা যায়, নিহত দুজন হবিগঞ্জ সরকারি বৃন্দাবন কলেজে অনার্স প্রথম বর্ষের শিক্ষার্থী। তাঁদের বন্ধু আহত রাহেল মিয়া ও জীবন আহমেদ। তাঁরা শায়েস্তাগঞ্জে ঘুরতে গিয়েছিলেন। বানিয়াচংয়ে ফিরে আসার সময় শায়েস্তাগঞ্জ রেলস্টেশন ক্রসিং পার হয়েই সিয়ামের মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লাগে। এ সময় পেছনে থাকা অন্য দুই বন্ধুর মোটরসাইকেলও দুর্ঘটনার কবলে পড়ে। দুর্ঘটনায় সিয়াম আহমেদ (২২) ঘটনাস্থলেই মৃত্যুবরণ করেন। এ সময় গুরুতর আহত ফাহিমকে হবিগঞ্জ আধুনিক সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

এ ঘটনার সত্যতা নিশ্চিত করে ওসি মো. ইমরান হোসেন বলেন, আহত দুজনকে হবিগঞ্জ আধুনিক সদর হাসপাতালে চিকিৎসা প্রদান করা হচ্ছে। নিহতদের মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে রাখা হয়েছে। 

সিলেট সীমান্তে খাসিয়াদের গুলিতে ২ জন নিহত

সিলেটে প্রথম আলো অফিসের সাইনবোর্ড, গ্লাস ভাঙচুর

কোন্দলই বিএনপির বড় সংকট

সিলেটে দুই মোটরসাইকেলের সংঘর্ষে নিহত তিন

হত্যা মামলায় বিয়ানীবাজার পৌর আ. লীগ সভাপতি গ্রেপ্তার

সিলেটে যেসব এলাকায় ১০ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না বুধবার

চবি উপ-উপাচার্যের পদে থাকার নৈতিক অধিকার নেই: নাছির উদ্দীন

শাকসু নির্বাচন: ছাত্রদলের ২২ সদস্যের প্যানেল ঘোষণা, নারী প্রার্থী একজন ও মুক্তিযুদ্ধ সম্পাদক পদ ফাঁকা

বেড়িবাঁধের মাটি কাটার সময় মাটিচাপায় শ্রমিকের মৃত্যু

সিলেটে সিএনজিচালিত অটোরিকশা ছিনতাইয়ের জন্য চালককে হত্যা