হবিগঞ্জের শায়েস্তাগঞ্জে মোটরসাইকেল দুর্ঘটনায় বানিয়াচংয়ের দুজন নিহত হন। এতে আহত হন আরও দুজন। গতকাল বুধবার রাত সাড়ে ৮টায় শায়েস্তাগঞ্জ রেলস্টেশনের পাশে এ দুর্ঘটনা ঘটে।
নিহত দুজন হলেন বানিয়াচং উপজেলা সদরের নন্দীপাড়া গ্রামের আব্দুল আহাদ মিয়ার ছেলে সিয়াম আহমেদ (২২) ও দাসপাড়া গ্রামের মহিউদ্দিন মিয়ার ছেলে ফাহিম আহমেদ (২২)। আহত অপর দুজন হলেন রাহেল (২৩) ও জীবন আহমেদ (২২)। নিহত ও আহতরা সবাই বন্ধু ছিলেন।
নিহতদের পারিবারিক ও এলাকাবাসী সূত্রে জানা যায়, নিহত দুজন হবিগঞ্জ সরকারি বৃন্দাবন কলেজে অনার্স প্রথম বর্ষের শিক্ষার্থী। তাঁদের বন্ধু আহত রাহেল মিয়া ও জীবন আহমেদ। তাঁরা শায়েস্তাগঞ্জে ঘুরতে গিয়েছিলেন। বানিয়াচংয়ে ফিরে আসার সময় শায়েস্তাগঞ্জ রেলস্টেশন ক্রসিং পার হয়েই সিয়ামের মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লাগে। এ সময় পেছনে থাকা অন্য দুই বন্ধুর মোটরসাইকেলও দুর্ঘটনার কবলে পড়ে। দুর্ঘটনায় সিয়াম আহমেদ (২২) ঘটনাস্থলেই মৃত্যুবরণ করেন। এ সময় গুরুতর আহত ফাহিমকে হবিগঞ্জ আধুনিক সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
এ ঘটনার সত্যতা নিশ্চিত করে ওসি মো. ইমরান হোসেন বলেন, আহত দুজনকে হবিগঞ্জ আধুনিক সদর হাসপাতালে চিকিৎসা প্রদান করা হচ্ছে। নিহতদের মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে রাখা হয়েছে।