হোম > সারা দেশ > সিলেট

সিলেটবাসীর শিক্ষার বিষয়ে আরও বেশি জোর দিতে হবে: পররাষ্ট্রমন্ত্রী

শাবিপ্রবি প্রতিনিধি

সিলেটবাসীর শিক্ষার বিষয়ে আরও বেশি জোর দিতে হবে বলে মন্তব্য করেছেন পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন। আজ শুক্রবার সকালে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) সৈয়দ মুজতবা আলী হলের বর্ধিতাংশের উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। 

মন্ত্রী বলেন, ‘সিলেট একটি ঐতিহ্যময় শহর। এটি অনেক জ্ঞানী লোকের শহর। কিন্তু দুঃখের বিষয়, সাম্প্রতিককালে শিক্ষার বিষয়ে আমরা অনেক পিছিয়ে গেছি। একসময় সারা বাংলাদেশের বেশি শিক্ষিত লোক এই সিলেটেই ছিল। সিলেটে বেশি শিক্ষিত লোক হওয়ায় ব্রিটিশ শাসন আমলে অনেক জায়গায় সরকারি চাকরিগুলোতে সিলেটিদের অবস্থান থাকত। বর্তমানে শিক্ষার ক্ষেত্রে আমাদের সিলেটের অবস্থান নিম্নে। আর এই নিম্নের ফলে আমাদের মাতৃমৃত্যু বেশি, আমাদের শিশুমৃত্যুর হার বেশি। এখানে স্কুল-কলেজও অনেক কম। আমাদের সিলেটবাসীর শিক্ষার বিষয়ে আরও বেশি জোর দিতে হবে।’ 

এর আগে বিশ্ববিদ্যালয়ের গোলচত্বরে অবস্থিত বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ শেষে সৈয়দ মুজতবা আলী হলের প্রধান ফটকে ফিতা কেটে বর্ধিতাংশের উদ্বোধন করেন পররাষ্ট্রমন্ত্রী। 

আলোচনা সভায় উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. আনোয়ারুল ইসলাম, শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড. আখতারুল ইসলাম, ছাত্র উপদেষ্টা ও নির্দেশনা পরিচালক অধ্যাপক আমিনা পারভীন, সৈয়দ মুজতবা আলীর ভ্রাতুষ্পুত্র সৈয়দ রুহুল আমিন, প্রক্টর সহযোগী অধ্যাপক মো. ইশরাত ইবনে ইসমাইল, ছাত্রলীগ নেতা খলিলুর রহমান প্রমুখ। 

এ ছাড়া অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন সৈয়দ মুজতবা আলী হলের প্রভোস্ট অধ্যাপক ড. মো. আবু সাঈদ আরেফিন খান। 

সিলেটে যাত্রীবাহী দুটি বাসের মুখোমুখি সংঘর্ষ, নিহত ২

ওসমানী মেডিকেলে রোগীর স্বজন ও ইন্টার্ন চিকিৎসকদের সংঘর্ষ, পরে কর্মবিরতি

গণভোটে ‘হ্যাঁ’-এর পক্ষে প্রচার চালানো রাষ্ট্রের জন্য ফরজে কিফায়া: উপদেষ্টা নূরজাহান

শাকসু নির্বাচন ২০ জানুয়ারিই হবে

‘মব’ করে ইউপি চেয়ারম্যানকে হেনস্তা, গ্রেপ্তারের পর জামিন

সিলেটে বিএনপি নেতা মানিক সেনাবাহিনীর হাতে আটক

বিএনপি নেতার অশালীন আচরণ, জমিয়ত সভাপতি মাওলানা ফারুককে শোকজ

শাকসু নির্বাচনের দাবিতে মধ্যরাতে বিক্ষোভে উত্তাল শাবিপ্রবি, ইসির স্থগিতাদেশ প্রত্যাহারের দাবি

সিলেট থেকে আনুষ্ঠানিক নির্বাচনী প্রচারণা শুরু করবেন তারেক রহমান

অভিযানে জব্দ ২০ হাজার ঘনফুট বালু, ৫০ নৌকা ধ্বংস