হোম > সারা দেশ > মৌলভীবাজার

কুলাউড়ায় নিজ ঘর থেকে ঝুলন্ত মরদেহ উদ্ধার

কুলাউড়া (মৌলভীবাজার) প্রতিনিধি

মৌলভীবাজারের কুলাউড়ায় নিজ ঘর থেকে ওড়নায় ঝুলন্ত অবস্থায় তানিয়া আক্তার তন্নি (১৭) নামে একজনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। গতকাল রোববার রাত সাড়ে ১০টার দিকে উপজেলার টিলাগাঁও ইউনিয়নের ডরিতাজপুর থেকে মরদেহ উদ্ধার করা হয়। আজ সোমবার সকালে মরদেহ ময়নাতদন্তের জন্য মৌলভীবাজার সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। 

জানা যায়, তন্নি টিলাগাঁও ইউনিয়নের ডরিতাজপুর এলাকার বাসিন্দা ওমান প্রবাসী তাহির উদ্দিনের মেয়ে। 

পুলিশ সূত্রে জানা যায়, তন্নি দশম শ্রেণিতে ওঠার পর পড়াশোনা বন্ধ করে দেয়। গত বৃহস্পতিবার তন্নির প্রবাসী পিতার সঙ্গে তাঁর মা রুনা বেগমের মোবাইলে ঝগড়া-বিবাদ হয়। পরে ছেলে-মেয়েকে ছেড়ে রুনা বেগম বাবার বাড়ি চলে যান। ঘটনার দিন গতকাল রোববার তন্নিকে ঘরে রেখে দোকানে যান নজরুল। বিকেল ৫টার দিকে বাড়িতে গিয়ে দেখেন ঘরের দরজা ভেতর থেকে আটকানো। কোনো সাড়াশব্দ না পেয়ে দরজা ভেঙে ঘরের ভেতর ঢুকে দেখেন ওড়না দিয়ে বাঁশের তীরে ঝুলন্ত বোনের মরদেহ। খবর পেয়ে কুলাউড়া থানার পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যায়।

কুলাউড়া থানার উপপরিদর্শক মো. এনামুল হক জানান, প্রাথমিকভাবে ধারণা করছি মা-বাবার কলহে মানসিকভাবে বিপর্যস্ত হয়ে তন্নি গলায় ফাঁস দিতে পারে। মরদেহ ময়নাতদন্তের জন্য মৌলভীবাজার সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ছাড়া থানায় অপমৃত্যু দায়ের করা হয়েছে।

বিএনপি নেতার অশালীন আচরণ, জমিয়ত সভাপতি মাওলানা ফারুককে শোকজ

শাকসু নির্বাচনের দাবিতে মধ্যরাতে বিক্ষোভে উত্তাল শাবিপ্রবি, ইসির স্থগিতাদেশ প্রত্যাহারের দাবি

সিলেট থেকে আনুষ্ঠানিক নির্বাচনী প্রচারণা শুরু করবেন তারেক রহমান

অভিযানে জব্দ ২০ হাজার ঘনফুট বালু, ৫০ নৌকা ধ্বংস

মৌলভীবাজারে তাপমাত্রা নেমেছে ৭ ডিগ্রিতে

১৪ জানুয়ারি দেশব্যাপী কর্মবিরতির ঘোষণা হোটেল–রেস্তোরাঁর শ্রমিকদের

মব ভায়োলেন্স গণতন্ত্রকে ধ্বংস করে দিচ্ছে: মির্জা ফখরুল

সুনামগঞ্জ-৩ আসন: ৮ প্রার্থীর ৩ জনই কোটিপতি

নির্বাচনী হলফনামা: সম্পদ বেড়েছে আরিফের, স্ত্রীও হয়েছেন কোটিপতি

সিকৃবিতে কৃষি গুচ্ছের ভর্তি পরীক্ষায় উপস্থিতির হার ৯৩.৪১ শতাংশ