হোম > সারা দেশ > মৌলভীবাজার

কুলাউড়ায় উদ্ধার বনরুইটি অবমুক্ত করা হলো লাউয়াছড়ায়

প্রতিনিধি

কমলগঞ্জ (মৌলভীবাজার): কুলাউড়ায় উদ্ধার হওয়া বনরুইটিকে কমলগঞ্জের লাউয়াছড়া জাতীয় উদ্যানে অবমুক্ত করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার দিবাগত রাত ৯টায় বন বিভাগের উদ্যোগে এটি অবমুক্ত করা হয়। এ সময় উপস্থিত ছিলেন বন্যপ্রাণি ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা রেজাউল করিম চৌধুরী, রেঞ্জ কর্মকর্তা শাহিদুল ইসলাম, বন্যপ্রাণি রক্ষায় শ্রীমঙ্গল ভিত্তিক স্বেচ্ছাসেবী সংগঠন স্ট্যান্ড ফর আওয়ার ইনডেনজারড ওয়াইল্ডলাইফের সমন্বয়ক সোহেল শ্যাম প্রমুখ।

জানা যায়, উপজেলার কর্মধা ইউনিয়নের দুর্গম পাহাড়ি এলাকার রাঙ্গিছড়া জাপানপুঞ্জি থেকে মহাবিপণ্ণ প্রাণি বনরুই উদ্ধার করা হয়। বুধবার (১৯ মে) বন বিভাগের এ উদ্ধার অভিযানে সহযোগিতা করে বাংলাদেশ বন্যপ্রাণি সেবা ফাউন্ডেশন, স্ট্যান্ড ফর আওয়ার ইনডেনজারড ওয়াইল্ডলাইফ, র‍্যাব, পুলিশ ও পরিবেশকর্মীরা।

বাংলাদেশ বন্যপ্রাণি সেবা ফাউন্ডেশনের পরিচালক সজল দেব বলেন, ইংরেজিতে এই প্রাণিটিকে চায়নিজ পেঙ্গোলিন বলা হয়। বনরুই একধরনের স্তন্যপায়ী সরীসৃপ প্রাণি। রুই মাছের মতো সারা শরীরে আঁইশ থাকায় এটি বনরুই নামে পরিচিত। আন্তর্জাতিক প্রকৃতি ও প্রাকৃতিক সম্পদ সংরক্ষণ সংঘের (আইইউসিএন) লাল তালিকায় রয়েছে বনরুই। অর্থাৎ এ প্রাণি এখন পৃথিবীব্যাপী মহাবিপণ্ণ একটি প্রজাতি।

বনরুই গহীন বনে ১০-১৫ ফুট গভীর সুড়ঙ্গ করে বসবাস করে। এরা নিশাচর ও লাজুক প্রকৃতির। গভীর রাতে খাবারের খোঁজে সুড়ঙ্গ থেকে বাইরে বেরোয়। আবার ভোরের আগেই সুড়ঙ্গে ঢুকে যায়। পিঁপড়া, পিঁপড়ার ডিম ও উইপোকা বনরুইয়ের প্রধান খাবার। বনরুই বছরে একবার বাচ্চা দেয়। এর পায়ের নখ ও পাতা খুবই শক্তিশালী। এরা নিশাচর। অত্যন্ত ক্ষিপ্রগতির।

সিলেট-২ আসনে মনোনয়নপত্র জমা দিলেন ইলিয়াসপত্নী লুনা ও ছেলে অর্ণব

সিলেটে পরিত্যক্ত অবস্থায় অবিস্ফোরিত মর্টার শেল উদ্ধার

হবিগঞ্জে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে জামায়াতের প্রার্থীকে শোকজ

সিলেটে জুয়া খেলা অবস্থায় আটক ৭

ভোলাগঞ্জ স্থলবন্দর উদ্বোধন করলেন নৌপরিবহন উপদেষ্টা

জৈন্তাপুরে সড়ক দুর্ঘটনায় একজন নিহত

সিলেটে ট্রলির ধাক্কায় মসজিদের ইমাম নিহত

জৈন্তাপুরে সাড়ে ১৬ হাজার ঘনফুট বালু জব্দ, নিলামে বিক্রি

মৌলভীবাজারে আ.লীগের ৯ নেতা-কর্মী গ্রেপ্তার

সিলেট সীমান্তে খাসিয়াদের গুলিতে ২ জন নিহত