আওয়ামী লীগের সভানেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনার জনসভায় আসা নেতা-কর্মী ও উপস্থিত লোকজনের জন্য সমাবেশস্থলে বিশুদ্ধ খাবার পানির ব্যবস্থা করা হয়েছে। প্রায় দুই লাখ ‘আধা লিটার’ খাবার পানির বোতল আজ বুধবার সকালে থেকেই আলীয়া মাদ্রাসা মাঠের চতুর্দিকে সারি সারি করে সাজিয়ে রাখা হয়েছে।
সিলেট সিটি করপোরেশনের মেয়র আনোয়ারুজ্জামান চৌধুরী এ পানি সরবরাহের ব্যবস্থা করেছেন।
আওয়ামী লীগের নেতা-কর্মীরা জানান, জনসমাবেশে আসা নেতা-কর্মীদের পিপাসা পেলে যাতে পানির জন্য কষ্ট পেতে না হয়, সে জন্য এ ব্যবস্থা করা হয়েছে।
বিষয়টি নিয়ে মেয়র আনোয়ারুজ্জামান চৌধুরী বলেন, ‘প্রধানমন্ত্রীর আগমনে সিলেটের লোক উচ্ছ্বসিত। মানুষজন দূর-দুরান্ত থেকে সিলেট নগরে এসেছেন। রোদের মধ্যে তারা দীর্ঘক্ষণ সমাবেশস্থলে থাকবেন। তাদের যাতে পানির কষ্ট না হয় সে জন্য এই ব্যবস্থা করে রাখা হয়েছে।’