হোম > সারা দেশ > সিলেট

সিলেট স্টেশনে উপবন এক্সপ্রেসে আগুন, পুলিশ বলছে নাশকতা

নিজস্ব প্রতিবেদক, সিলেট

সিলেট রেলওয়ে স্টেশনে দাঁড়িয়ে থাকা ঢাকাগামী উপবন এক্সপ্রেসের একটি বগিতে আগুন লাগার ঘটনা ঘটেছে। আজ বুধবার রাত সাড়ে ৯টার দিকে এ ঘটনা ঘটে। পুলিশ বলছে, নাশকতার চেষ্টায় দাহ্য কোনো দ্রব্য ছিটিয়ে আগুন ধরানো হয়েছে। 

বিষয়টি আজকের পত্রিকাকে নিশ্চিত করেছেন সিলেট রেলওয়ের স্টেশনের ম্যানেজার মো. নুরুল ইসলাম। তিনি জানান, ‘একটু আগে আগুন লেগেছে ট্রেনের একটি বগিতে। কীভাবে, কেন আগুন লেগেছে, তা এই মুহূর্তে বলা যাচ্ছে না। আমরা কাজ করছি।’ 

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স দক্ষিণ সুরমা ওয়্যারহাউস ইন্সপেক্টর টিটব শিকদার আজকের পত্রিকাকে বলেন, ‘৯টা ৩২ মিনিটে খবর পেয়ে আমরা দুটি ইউনিট রওনা করি। ঘটনাস্থলে পৌঁছার আগেই স্থানীয়রা আগুন নিয়ন্ত্রণ আনেন। আমরা ধোঁয়া পরিষ্কার করেছি।’ 

টিটব শিকদার আরও বলেন, ‘ঢাকাগামী উপবন এক্সপ্রেসের এসি বগিতে আগুন লেগেছে। কয়েকটি সিট পুড়ে গেছে। ক্ষয়ক্ষতির পরিমাণ ও অগ্নিকাণ্ডের কারণ তদন্ত সাপেক্ষে জানা যাবে। প্রাথমিকভাবে এসি হিট হয়ে এই আগুন লাগতে পারে বলেও জানান ফায়ার সার্ভিসের এই ওয়্যারহাউস ইন্সপেক্টর।’ 

তবে সিলেট রেলওয়ে পুলিশ সুপার শেখ শরিফুল ইসলাম গণমাধ্যমকর্মীদের জানান, ‘আপনারা জানেন, বিএনপিসহ বিরোধীদের দেশব্যাপী বিভিন্ন ধরনের ঘোষণা আসছে। এর মধ্যে বড় একটি ঘোষণা হচ্ছে রাজপথ ও রেলপথ বন্ধ করা। এরই ধারাবাহিকতায় আমাদের জামালপুর, টাঙ্গাইলে বেশ কয়েকটি লাইনে আগুন দেওয়া হয়েছে। আমি মনে করি, এ ঘটনা এরই একটি অংশ। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, পেট্রোল কিংবা দাহ্য কোনো দ্রব্য ছিটিয়ে আগুন ধরানো হয়েছে।’

সিলেট থেকে আনুষ্ঠানিক নির্বাচনী প্রচারণা শুরু করবেন তারেক রহমান

অভিযানে জব্দ ২০ হাজার ঘনফুট বালু, ৫০ নৌকা ধ্বংস

মৌলভীবাজারে তাপমাত্রা নেমেছে ৭ ডিগ্রিতে

১৪ জানুয়ারি দেশব্যাপী কর্মবিরতির ঘোষণা হোটেল–রেস্তোরাঁর শ্রমিকদের

মব ভায়োলেন্স গণতন্ত্রকে ধ্বংস করে দিচ্ছে: মির্জা ফখরুল

সুনামগঞ্জ-৩ আসন: ৮ প্রার্থীর ৩ জনই কোটিপতি

নির্বাচনী হলফনামা: সম্পদ বেড়েছে আরিফের, স্ত্রীও হয়েছেন কোটিপতি

সিকৃবিতে কৃষি গুচ্ছের ভর্তি পরীক্ষায় উপস্থিতির হার ৯৩.৪১ শতাংশ

অনেক বছর পরে একটা প্রকৃত ভোট হবে: রিজওয়ানা হাসান

সাদাপাথর-কাণ্ড: সাহাব উদ্দিনকে দলীয় পদ ফিরিয়ে দিল বিএনপি