মৌলভীবাজার: মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে করোনা প্রতিরোধক টিকার দ্বিতীয় ডোজ নিতে মেসেজ দেখানো লাগবে না। শ্রীমঙ্গল উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা সাজ্জাদ হোসেন চৌধুরী এ তথ্য জানিয়েছেন। যারা এখনো টিকার দ্বিতীয় ডোজ গ্রহণের মেসেজ পায়নি তাদেরও হাসপাতালে গিয়ে টিকা গ্রহণের আহ্বান জানান এ কর্মকর্তা।
সাজ্জাদ হোসেন চৌধুরী জানান, কোভিড-১৯ এর দ্বিতীয় ডোজ টিকা নেওয়ার সময় হলে মেসেজ না এলেও শ্রীমঙ্গল উপজেলা স্বাস্থ্য বিভাগে টিকা নেওয়া যাবে। গত ৭ ফেব্রুয়ারি থেকে ১১ মার্চ পর্যন্ত যারা কোভিড-১৯ টিকার প্রথম ডোজ গ্রহণ করেছেন তাঁদের অতি দ্রুত দ্বিতীয় ডোজ টিকা নেওয়ার জন্য অনুরোধ করেন।
হাসপাতাল সূত্র জানায়, ফেব্রুয়ারি ও মার্চে প্রথম ডোজ টিকা নিয়েছেন এমন অনেকেই এখনো দ্বিতীয় ডোজ টিকা গ্রহণ করেননি। অন্যের মোবাইল নম্বর দিয়ে ডেটা এন্টি করায় অনেকের কাছে মেসেজ যায়নি। এর বাইরেও কিছু কারণে মেসেজ হারিয়ে যেতে পারে। এই বিবেচনায় এমন সিদ্ধান্ত নিয়েছে শ্রীমঙ্গল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স।