হোম > সারা দেশ > সিলেট

সিলেটে বাইসাইকেল মেকানিক হত্যা মামলায় তিনজনের যাবজ্জীবন কারাদণ্ড

নিজস্ব প্রতিবেদক, সিলেট

সিলেট নগরের বন্দরবাজার এলাকার এক বাইসাইকেল মেকানিক হত্যা মামলায় তিন আসামির যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। এ ছাড়া ২০ হাজার টাকা করে জরিমানা ও অনাদায়ে আরও তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। আজ মঙ্গলবার দুপুরে সিলেটের দ্রুত বিচার ট্রাইব্যুনালের বিচারক মো. শাহাদাত হোসেন প্রামাণিক এই রায় ঘোষণা করেন।

যাবজ্জীবন কারাদণ্ডের বিষয়টি নিশ্চিত করেছেন আদালতের সরকারি কৌঁসুলি সরওয়ার আহমদ চৌধুরী আবদাল। তিনি জানান, ‘এই মামলায় ১৫ জন সাক্ষীর মধ্যে ১২ জন সাক্ষ্য দিয়েছেন। এতে অপরাধ প্রমাণিত হওয়ায় আদালতের বিচারক তিনজনকে দণ্ড দিয়েছেন। তবে তাঁরা পলাতক রয়েছেন।’

যাবজ্জীবন কারাদণ্ড পাওয়া আসামিরা হলেন সিলেটের কানিসাইল এলাকার বাবুল মিয়ার কলোনির বাসিন্দা ঝাড়ু মিয়া, সিলেটের দক্ষিণ সুরমার বরইকান্দি এলাকার জাকির ও মৌলভীবাজারে কুলাউড়া উপজেলার পাঁচপীর গ্রামের লাল মিয়া ওরফে লালু।

মামলা থেকে জানা গেছে, ২০০৭ সালের ২৮ নভেম্বর রাত ৮টার দিকে সিলেট নগরীর বন্দরবাজারে বাইসাইকেল মেকানিক আবুল কালাম (৪০) দুর্বৃত্তদের ছুরিকাঘাতে নিহত হন। তিনি সিলেট নগরীর গাজীটোলা এলাকার দুলু মিয়ার কলোনির বাসিন্দা। নগরীর বন্দরবাজার সন্ধ্যাবাজার এলাকায় বাইসাইকেল মেরামতের কাজ করতেন তিনি। এ ঘটনায় নিহতের স্ত্রী সুমনা খাতুন বেদনা বাদী হয়ে পরদিন ২৯ নভেম্বর সিলেটের কোতোয়ালি থানায় হত্যা মামলা দায়ের করেন।

মামলা থেকে আরও জানা গেছে, ২০০৮ সালের ৯ মে কোতোয়ালি মডেল থানার উপপরিদর্শক (এসআই) মোহাম্মদ সাইদ উদ্দিন আদালতে অভিযোগপত্র দাখিল করেন। পরে ২০১১ সালের ১০ ফেব্রুয়ারি একই মামলায় তিনজনকে অভিযুক্ত করে সম্পূরক অভিযোগপত্র দাখিল করেন কোতোয়ালি থানার এসআই রোকনুজ্জামান। মামলাটি বিচারের জন্য ২০১৩ সালে এ আদালতে স্থানান্তরিত হলে এর বিচারকার্য শুরু হয়। পরে ১২ জনের সাক্ষ্যগ্রহণ ও শুনানি শেষে আজ এই রায় ঘোষণা করা হয়।

মামলায় বাদীপক্ষে আদালতের সরকারি কৌঁসুলি ছিলেন সরওয়ার আহমদ চৌধুরী আবদাল ও আসামিপক্ষে মামলা পরিচালনা করেন রাষ্ট্রপক্ষে নিয়োজিত আইনজীবী ঝর্ণা বেগম।

বিএনপি নেতার অশালীন আচরণ, জমিয়ত সভাপতি মাওলানা ফারুককে শোকজ

শাকসু নির্বাচনের দাবিতে মধ্যরাতে বিক্ষোভে উত্তাল শাবিপ্রবি, ইসির স্থগিতাদেশ প্রত্যাহারের দাবি

সিলেট থেকে আনুষ্ঠানিক নির্বাচনী প্রচারণা শুরু করবেন তারেক রহমান

অভিযানে জব্দ ২০ হাজার ঘনফুট বালু, ৫০ নৌকা ধ্বংস

মৌলভীবাজারে তাপমাত্রা নেমেছে ৭ ডিগ্রিতে

১৪ জানুয়ারি দেশব্যাপী কর্মবিরতির ঘোষণা হোটেল–রেস্তোরাঁর শ্রমিকদের

মব ভায়োলেন্স গণতন্ত্রকে ধ্বংস করে দিচ্ছে: মির্জা ফখরুল

সুনামগঞ্জ-৩ আসন: ৮ প্রার্থীর ৩ জনই কোটিপতি

নির্বাচনী হলফনামা: সম্পদ বেড়েছে আরিফের, স্ত্রীও হয়েছেন কোটিপতি

সিকৃবিতে কৃষি গুচ্ছের ভর্তি পরীক্ষায় উপস্থিতির হার ৯৩.৪১ শতাংশ