হোম > সারা দেশ > সিলেট

সিলেটে স্বামী-স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধারের ঘটনায় মামলা

সিলেট প্রতিনিধি

সিলেটে নিজ বাড়ির পৃথক কক্ষ থেকে স্বামী-স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধারের ঘটনায় অপমৃত্যুর মামলা দায়ের করা হয়েছে। আজ সোমবার মামলা দায়ের করে পুলিশ। এর আগে গতকাল রোববার দুপুরে নগরের পাঠানটুলা এলাকার পল্লবী আ/এ সি ২৫ নম্বর বাসা থেকে ওই দম্পতির মরদেহ উদ্ধার করা হয়। 

জালালাবাদ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল হুদা খান মামলার সত্যতা নিশ্চিত করে বলেন, গতকাল ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করা হয়। আজ মরদেহের ময়নাতদন্ত করা হবে। পরে মরদেহ তাদের পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

ওসি আরও বলেন, তাঁরা কী কারণে আত্মহত্যা করেছেন তা এখনো জানা যায়নি।

জানা গেছে, গতকাল নগরের পাঠানটুলা এলাকার পল্লবী আ/এ সি ২৫ নম্বর বাসা থেকে রিপন দাস (৩০) ও শিপা তালুকদার দম্পতির মরদেহ উদ্ধার করে পুলিশ। গলায় গামছা পেঁচিয়ে সিলিং ফ্যানের সঙ্গে ঝুলছিল তাঁদের মরদেহ উদ্ধার হয়। ওই দম্পতির ১৮ মাসের একটি ছেলে সন্তানও রয়েছে। গৃহবধূর মরদেহ তাঁর কক্ষে ছিল। সেখানে থাকা টেবিলের ওপরে একটি চিরকুট পাওয়া যায়। চিরকুটে লেখা ছিল-‘আমি আমার পাপের শাস্তি পাইছি। আমি আমার একটা মাত্র ছেলেকে রেখে গেলাম, তুমরা ওকে দেখ। সবাই আমাকে কমা করে দিয়।’

সিলেটে যাত্রীবাহী দুটি বাসের মুখোমুখি সংঘর্ষ, নিহত ২

ওসমানী মেডিকেলে রোগীর স্বজন ও ইন্টার্ন চিকিৎসকদের সংঘর্ষ, পরে কর্মবিরতি

গণভোটে ‘হ্যাঁ’-এর পক্ষে প্রচার চালানো রাষ্ট্রের জন্য ফরজে কিফায়া: উপদেষ্টা নূরজাহান

শাকসু নির্বাচন ২০ জানুয়ারিই হবে

‘মব’ করে ইউপি চেয়ারম্যানকে হেনস্তা, গ্রেপ্তারের পর জামিন

সিলেটে বিএনপি নেতা মানিক সেনাবাহিনীর হাতে আটক

বিএনপি নেতার অশালীন আচরণ, জমিয়ত সভাপতি মাওলানা ফারুককে শোকজ

শাকসু নির্বাচনের দাবিতে মধ্যরাতে বিক্ষোভে উত্তাল শাবিপ্রবি, ইসির স্থগিতাদেশ প্রত্যাহারের দাবি

সিলেট থেকে আনুষ্ঠানিক নির্বাচনী প্রচারণা শুরু করবেন তারেক রহমান

অভিযানে জব্দ ২০ হাজার ঘনফুট বালু, ৫০ নৌকা ধ্বংস