হোম > সারা দেশ > সিলেট

এমসি কলেজে তরুণীকে সংঘবদ্ধ ধর্ষণ: দ্রুত বিচার ট্রাইব্যুনালে বিচার শুরু

নিজস্ব প্রতিবেদক, সিলেট  

ফাইল ছবি

সিলেটের এমসি কলেজে তরুণীকে তুলে নিয়ে সংঘবদ্ধ ধর্ষণ মামলার বিচার দ্রুত বিচার ট্রাইব্যুনালে শুরু হয়েছে। আজ মঙ্গলবার সিলেটের দ্রুত বিচার ট্রাইব্যুনালে প্রথম দিনের শুনানি অনুষ্ঠিত হয়। পরে ট্রাইব্যুনালের বিচারক স্বপন কুমার সরকার পরবর্তী শুনানি দিন ১৩ মে নির্ধারণ করেন।

আদালতে শুনানি সময় মামলার ৮ আসামি উপস্থিত ছিলেন।

এর আগে মামলাটি সিলেট নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে বিচারাধীন ছিল। বাদীর আবেদন ও উচ্চ আদালতের নির্দেশে ওই মামলা দ্রুত বিচার ট্রাইব্যুনালে স্থানান্তর করা হয়।

বিষয়টি নিশ্চিত করে আদালতের সরকারি কৌঁসুলি (পিপি) আবুল হোসেন আজকের পত্রিকাকে বলেন, ‘মামলার প্রথম দিনের শুনানি অনুষ্ঠিত হয়। ট্রাইব্যুনাল সাক্ষীদের প্রতি সমন ইস্যু করে আগামী ১৩ মে তাঁদের ডেকেছেন।’

উল্লেখ্য, ২০২০ সালের ২৫ সেপ্টেম্বর রাতে সিলেটের এমসি কলেজ ছাত্রাবাসে স্বামীকে আটকে রেখে এক তরুণীকে (২০) দলবদ্ধভাবে ধর্ষণ করা হয়। এ ঘটনায় ভুক্তভোগীর স্বামী শাহ পরান থানায় ছয়জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা আরও দুজনকে আসামি করে মামলা করেন।

পরে পুলিশ ও র‍্যাবের যৌথ অভিযানে তিন দিনের মধ্যে মূল অভিযুক্ত ছয়জনসহ সন্দেহভাজন দুজনকে গ্রেপ্তার করা হয়। পরে আদালতে তাঁরা স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন।

ধর্ষণের ডিএনএ পরীক্ষায় ৮ আসামির মধ্যে ছয়জনের সংশ্লিষ্টতা পাওয়া যায়। এরপর ২০২১ সালের ৩ ডিসেম্বর মামলার তদন্ত কর্মকর্তা ও শাহ পরান থানার পরিদর্শক (তদন্ত) ইন্দ্রনীল ভট্টাচার্য আটজনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করেন।

বিএনপি নেতার অশালীন আচরণ, জমিয়ত সভাপতি মাওলানা ফারুককে শোকজ

শাকসু নির্বাচনের দাবিতে মধ্যরাতে বিক্ষোভে উত্তাল শাবিপ্রবি, ইসির স্থগিতাদেশ প্রত্যাহারের দাবি

সিলেট থেকে আনুষ্ঠানিক নির্বাচনী প্রচারণা শুরু করবেন তারেক রহমান

অভিযানে জব্দ ২০ হাজার ঘনফুট বালু, ৫০ নৌকা ধ্বংস

মৌলভীবাজারে তাপমাত্রা নেমেছে ৭ ডিগ্রিতে

১৪ জানুয়ারি দেশব্যাপী কর্মবিরতির ঘোষণা হোটেল–রেস্তোরাঁর শ্রমিকদের

মব ভায়োলেন্স গণতন্ত্রকে ধ্বংস করে দিচ্ছে: মির্জা ফখরুল

সুনামগঞ্জ-৩ আসন: ৮ প্রার্থীর ৩ জনই কোটিপতি

নির্বাচনী হলফনামা: সম্পদ বেড়েছে আরিফের, স্ত্রীও হয়েছেন কোটিপতি

সিকৃবিতে কৃষি গুচ্ছের ভর্তি পরীক্ষায় উপস্থিতির হার ৯৩.৪১ শতাংশ