হোম > সারা দেশ > সুনামগঞ্জ

অভাবের সংসার তার ওপর দৃষ্টি হারানোর কষ্ট, বৃদ্ধের আত্মহত্যা

জামালগঞ্জ (সুনামগঞ্জ) প্রতিনিধি

সুনামগঞ্জের জামালগঞ্জে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন অজুদ মিয়া (৬০) নামের এক বৃদ্ধ।

আজ সোমবার সন্ধ্যায় তাঁর মরদেহ উদ্ধার করে জামালগঞ্জ থানা পুলিশ। তিনি উপজেলার জামালগঞ্জ উত্তর ইউনিয়নের উত্তর কামলাবাজ গ্রামের বাসিন্দা।

পুলিশ ও পরিবার সূত্রে জানা যায়, অজুদ মিয়া দীর্ঘদিন যাবৎ ঘরবন্দী ছিলেন। এক সময় বিভিন্ন কাজকর্ম করে কোনোরকম সংসার চালাতেন। কয়েক বছর আগে চোখে সমস্যা দেখা দেয়। ধীরে ধীরে দৃষ্টিশক্তি হারান। আর কাজকর্ম করতে পারছিলেন। ফলে সংসারে নেমে আসে চরম অনটন। দৃষ্টি হারানোর পর থেকেই তিনি বাড়ির বাইরে যেতেন না।

পাঁচ সন্তানের জনক অজুদ মিয়া। দুই মেয়ের বিয়ে দিয়েছেন। এক মেয়ে ও ছোট দুই ছেলে আর স্ত্রীকে নিয়ে সংসার। স্ত্রী বাসাবাড়িতে ঝিয়ের কাজ করে সংসার চালাতেন। আজ বিকেল আনুমানিক ৫টার দিকে নিজ ঘরে গামছা দিয়ে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন তিনি।

পরিবারের সদস্যরা ঘরের ভেতরে তাঁকে ঝুলন্ত অবস্থায় দেখে চিৎকার শুরু করেন। স্থানীয়রা পুলিশে খবর দিলে পুলিশ এসে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায়।

জামালগঞ্জ থানার ওসি মীর মো. আব্দুন নাসের জানান, গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন অজুদ মিয়া নামে এক ব্যক্তি। মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সুনামগঞ্জ সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

সিলেট সীমান্তে খাসিয়াদের গুলিতে ২ জন নিহত

সিলেটে প্রথম আলো অফিসের সাইনবোর্ড, গ্লাস ভাঙচুর

কোন্দলই বিএনপির বড় সংকট

সিলেটে দুই মোটরসাইকেলের সংঘর্ষে নিহত তিন

হত্যা মামলায় বিয়ানীবাজার পৌর আ. লীগ সভাপতি গ্রেপ্তার

সিলেটে যেসব এলাকায় ১০ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না বুধবার

চবি উপ-উপাচার্যের পদে থাকার নৈতিক অধিকার নেই: নাছির উদ্দীন

শাকসু নির্বাচন: ছাত্রদলের ২২ সদস্যের প্যানেল ঘোষণা, নারী প্রার্থী একজন ও মুক্তিযুদ্ধ সম্পাদক পদ ফাঁকা

বেড়িবাঁধের মাটি কাটার সময় মাটিচাপায় শ্রমিকের মৃত্যু

সিলেটে সিএনজিচালিত অটোরিকশা ছিনতাইয়ের জন্য চালককে হত্যা