হবিগঞ্জ সদর উপজেলার বগলাখালে বাড়ির সীমানায় গাছের পাতা রাখার ঘটনাকে কেন্দ্র করে লাঠির আঘাতে চাচাকে হত্যার অভিযোগ উঠেছে ভাতিজার বিরুদ্ধে। আজ বুধবার সকালে ঘটনাটি ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, নিহত ব্যক্তির নাম তুরাব আলী (৬৫)। তিনি বগলাখাল গ্রামের মৃত জমির আলীর ছেলে।
এ বিষয়ে হবিগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাসুক আলী জানান, তুরাব আলী ও তাঁর ভাতিজা নূর আলীর মধ্যে বিরূপ সম্পর্ক ছিল। আজ বুধবার সকালে তুরাব আলী বাড়ির উঠানে গাছ থেকে ঝরা পাতাগুলো একত্রিত করেন। চাচা-ভাতিজা একই বাড়ির বাসিন্দা হওয়ায় তুরাব আলী পাতাগুলো ভাতিজার বাড়ির আঙিনায় রাখেন। এ নিয়ে দুজনের মধ্যে কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে ভাতিজা রজব আলী ক্ষিপ্ত হয়ে লাঠি দিয়ে তুরাব আলীর মাথায় আঘাত করেন। এতে তুরাব আলী গুরুতর আহত হন। পরিবারের লোকজন উদ্ধার করে হবিগঞ্জ জেলা সদর আধুনিক হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তুরাব আলীকে মৃত ঘোষণা করেন।
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাসুক আলী আরও জানান, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। মরদেহ এখন হাসপাতালে রয়েছে।