হোম > সারা দেশ > সিলেট

বড়ভাগা নদী থেকে অজ্ঞাত যুবকের হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার

সিলেট প্রতিনিধি

সিলেটের দক্ষিণ সুরমা উপজেলার বড়ভাগা গাঙ (নদী) থেকে অজ্ঞাত এক যুবকের হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার করা হয়েছে। গতকাল শুক্রবার রাত সাড়ে ৯টার দিকে উপজেলার মোগলাবাজার থানার পুলিশ মরদেহ উদ্ধার করে। পরে ময়নাতদন্তের জন্য মরদেহ সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। 

পুলিশ সূত্রে জানা যায়, গতকাল বিকেল ৪টার দিকে স্থানীয়রা উপজেলার মোগলাবাজার থানার জালালপুরের কাদিপুর গাঙপার গ্রামের পাশ দিয়ে বয়ে যাওয়া বড়ভাগা গাঙে মরদেহটি দেখতে পেয়ে খবর দেয়। খবর পেয়ে মোগলাবাজার থানার পুলিশ সন্ধ্যায় ঘটনাস্থলে পৌঁছায়। পরে ঘটনাস্থলে যায় পুলিশের অপরাধ তদন্ত বিভাগ বা ক্রিমিনাল ইনভেস্টিগেশন ডিপার্টমেন্টের (সিআইডি) একটি টিম। রাত সাড়ে ৯টার দিকে মরদেহ উদ্ধার করা হয়েছে। 

মরদেহের মুখসহ পুরো শরীরে কালো রং দিয়ে মাখানো রয়েছে। শরীর থেকে বিকট দুর্গন্ধ বের হচ্ছে। 

এ বিষয়ে সিলেট মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) মোগলাবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শামসুদ্দুহা পিপিএম বলেন, গতকাল বিকেলে স্থানীয় এক ব্যক্তি তাঁর গরু খুঁজতে গিয়ে মরদেহটি দেখতে পান। পরে আমাদের খবর দিলে দ্রুত পুলিশ ঘটনাস্থলে পৌঁছায় এবং উদ্ধার তৎপরতা শুরু করে। 

জায়গাটি বেশ নির্জন এবং পাশেই একটি মাজার ও কবরস্থান রয়েছে। সম্প্রতি এই বড়ভাগা গাঙে মাটি খননের ফলে এর পাড়ে মাটির স্তূপ পড়ে রয়েছে। তাই মরদেহ উদ্ধারে একটু সময় লেগেছে। মৃত ব্যক্তির আনুমানিক বয়স ৪০ বছর। 

ওসি আরও বলেন, ‘মরদেহের পরিচয় শনাক্তে আমরা যেসব পদক্ষেপ নেওয়া দরকার সব নিয়েছি। সুরতহাল প্রতিবেদন তৈরি শেষে ময়নাতদন্তের জন্য মরদেহটি ওসমানী হাসপাতালে পাঠানো হয়েছে।’

হত্যা মামলায় বিয়ানীবাজার পৌর আ. লীগ সভাপতি গ্রেপ্তার

সিলেটে যেসব এলাকায় ১০ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না বুধবার

চবি উপ-উপাচার্যের পদে থাকার নৈতিক অধিকার নেই: নাছির উদ্দীন

শাকসু নির্বাচন: ছাত্রদলের ২২ সদস্যের প্যানেল ঘোষণা, নারী প্রার্থী একজন ও মুক্তিযুদ্ধ সম্পাদক পদ ফাঁকা

বেড়িবাঁধের মাটি কাটার সময় মাটিচাপায় শ্রমিকের মৃত্যু

সিলেটে সিএনজিচালিত অটোরিকশা ছিনতাইয়ের জন্য চালককে হত্যা

মৌলভীবাজারের ৪টি আসন: নজরে চা-বাগান ও নতুন ভোটার

সিলেটে নিখোঁজ যুবকের হাত-পা ও মুখ বাঁধা লাশ উদ্ধার

নবীগঞ্জে ইটভাটার মালিককে ৩ লাখ টাকা জরিমানা

সিলেট বিভাগে ৩ প্রবাসী, ১ ব্যবসায়ী ও ১ শিক্ষার্থীকে প্রার্থী করল এনসিপি