হোম > সারা দেশ > সিলেট

সিলেটে দাঁড়িয়ে থাকা বাসে আগুন

সিলেট প্রতিনিধি

সিলেট কেন্দ্রীয় বাস টার্মিনাল এলাকায় দাঁড়িয়ে থাকা একটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। এ ঘটনায় বাসের ভেতরের সিটগুলো পুড়ে গেছে। তবে হতাহতের কোনো ঘটনা ঘটেনি। 

আজ বুধবার রাতে সিলেট নগরের দক্ষিণ সুরমার কদমতলী কেন্দ্রীয় বাস টার্মিনাল এলাকার নছিবা খাতুন বালিকা উচ্চ বিদ্যালয়ের সামনে এ ঘটনা ঘটে।

বিষয়টি নিশ্চিত করেছেন সিলেট মহানগর পুলিশের উপকমিশনার (দক্ষিণ) মোহা. সোহেল রেজা ও জেলা বাস মালিক সমিতির সভাপতি ময়নুল ইসলাম।

পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, আজ বুধবার রাতে ঢাকা মেট্রো-জ-১১০২২৮ খাজা এন্টারপ্রাইজ নামে একটি আঞ্চলিক বাস কদমতলী বাস টার্মিনাল সংলগ্ন যমুনা মার্কেটের সামনে এসে দাঁড়ায়। বাসটির চালক ও হেল্পার পাশের রেস্টুরেন্টে চা-নাশতা করতে গিয়েছিলেন। হঠাৎ কয়েকটি মোটরসাইকেলে করে কে বা কারা বাসটিতে আগুন লাগিয়ে দিয়ে দ্রুত সটকে পড়ে।

প্রত্যক্ষদর্শীরা ফায়ার সার্ভিসে খবর দিলে তারা এসে কিছু সময়ের মধ্যে আগুন নিয়ন্ত্রণ করেন। তবে তার আগেই বাসের ভেতরের সিটগুলো পুড়ে যায়। তবে তখন বাসের ভেতর কেউ না থাকায় হতাহতের ঘটনা ঘটে নি। 

এ বিষয়ে সিলেট জেলা বাস মালিক সমিতির সভাপতি ময়নুল ইসলাম আজকের পত্রিকাকে বলেন, ‘বাসে আগুন লাগার ঘটনা জেনেছি। কারা লাগালো নাকি গাড়ির ইঞ্জিন থেকে লাগলো, সেটা আশপাশের সিসিটিভি ফুটেজ চেক করলে পাওয়া যাবে। থানা-পুলিশ ঘটনাস্থলে আছেন, তারা তদন্ত করে জানাতে পারবেন।’ 

এ বিষয়ে সিলেট মহানগর পুলিশের উপকমিশনার (দক্ষিণ) মোহা. সোহেল রেজা আজকের পত্রিকাকে বলেন, ‘আগুন লেগে গাড়ির ভেতরে ১৫-১৬ টি সিট পুড়ে গেছে। ফায়ার সার্ভিস ঘটনাস্থলে গিয়ে আগুন নেভাতে সক্ষম হয়। হরতাল-অবরোধকারীরা এ ঘটনা ঘটাতে পারে বলে আপাতত ধারণা করা যাচ্ছে। এ ঘটনায় জড়িতদের গ্রেপ্তারে পুলিশ কাজ করছে।’

সীমান্ত দিয়ে ভারতে অনুপ্রবেশের চেষ্টা, নারী–শিশুসহ আটক ১১

খালেদা জিয়াকে নিয়ে আপত্তিকর মন্তব্য, চুনারুঘাটে ‘চিতল মুখলিছ’কে গণপিটুনি

জাফলংয়ে বালুচাপায় শ্রমিকের মৃত্যু

সিলেট-২ আসনে মনোনয়নপত্র জমা দিলেন ইলিয়াসপত্নী লুনা ও ছেলে অর্ণব

সিলেটে পরিত্যক্ত অবস্থায় অবিস্ফোরিত মর্টার শেল উদ্ধার

হবিগঞ্জে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে জামায়াতের প্রার্থীকে শোকজ

সিলেটে জুয়া খেলা অবস্থায় আটক ৭

ভোলাগঞ্জ স্থলবন্দর উদ্বোধন করলেন নৌপরিবহন উপদেষ্টা

জৈন্তাপুরে সড়ক দুর্ঘটনায় একজন নিহত

সিলেটে ট্রলির ধাক্কায় মসজিদের ইমাম নিহত