হোম > সারা দেশ > সিলেট

সিলেটে দাঁড়িয়ে থাকা বাসে আগুন

সিলেট প্রতিনিধি

সিলেট কেন্দ্রীয় বাস টার্মিনাল এলাকায় দাঁড়িয়ে থাকা একটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। এ ঘটনায় বাসের ভেতরের সিটগুলো পুড়ে গেছে। তবে হতাহতের কোনো ঘটনা ঘটেনি। 

আজ বুধবার রাতে সিলেট নগরের দক্ষিণ সুরমার কদমতলী কেন্দ্রীয় বাস টার্মিনাল এলাকার নছিবা খাতুন বালিকা উচ্চ বিদ্যালয়ের সামনে এ ঘটনা ঘটে।

বিষয়টি নিশ্চিত করেছেন সিলেট মহানগর পুলিশের উপকমিশনার (দক্ষিণ) মোহা. সোহেল রেজা ও জেলা বাস মালিক সমিতির সভাপতি ময়নুল ইসলাম।

পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, আজ বুধবার রাতে ঢাকা মেট্রো-জ-১১০২২৮ খাজা এন্টারপ্রাইজ নামে একটি আঞ্চলিক বাস কদমতলী বাস টার্মিনাল সংলগ্ন যমুনা মার্কেটের সামনে এসে দাঁড়ায়। বাসটির চালক ও হেল্পার পাশের রেস্টুরেন্টে চা-নাশতা করতে গিয়েছিলেন। হঠাৎ কয়েকটি মোটরসাইকেলে করে কে বা কারা বাসটিতে আগুন লাগিয়ে দিয়ে দ্রুত সটকে পড়ে।

প্রত্যক্ষদর্শীরা ফায়ার সার্ভিসে খবর দিলে তারা এসে কিছু সময়ের মধ্যে আগুন নিয়ন্ত্রণ করেন। তবে তার আগেই বাসের ভেতরের সিটগুলো পুড়ে যায়। তবে তখন বাসের ভেতর কেউ না থাকায় হতাহতের ঘটনা ঘটে নি। 

এ বিষয়ে সিলেট জেলা বাস মালিক সমিতির সভাপতি ময়নুল ইসলাম আজকের পত্রিকাকে বলেন, ‘বাসে আগুন লাগার ঘটনা জেনেছি। কারা লাগালো নাকি গাড়ির ইঞ্জিন থেকে লাগলো, সেটা আশপাশের সিসিটিভি ফুটেজ চেক করলে পাওয়া যাবে। থানা-পুলিশ ঘটনাস্থলে আছেন, তারা তদন্ত করে জানাতে পারবেন।’ 

এ বিষয়ে সিলেট মহানগর পুলিশের উপকমিশনার (দক্ষিণ) মোহা. সোহেল রেজা আজকের পত্রিকাকে বলেন, ‘আগুন লেগে গাড়ির ভেতরে ১৫-১৬ টি সিট পুড়ে গেছে। ফায়ার সার্ভিস ঘটনাস্থলে গিয়ে আগুন নেভাতে সক্ষম হয়। হরতাল-অবরোধকারীরা এ ঘটনা ঘটাতে পারে বলে আপাতত ধারণা করা যাচ্ছে। এ ঘটনায় জড়িতদের গ্রেপ্তারে পুলিশ কাজ করছে।’

সিলেট থেকে আনুষ্ঠানিক নির্বাচনী প্রচারণা শুরু করবেন তারেক রহমান

অভিযানে জব্দ ২০ হাজার ঘনফুট বালু, ৫০ নৌকা ধ্বংস

মৌলভীবাজারে তাপমাত্রা নেমেছে ৭ ডিগ্রিতে

১৪ জানুয়ারি দেশব্যাপী কর্মবিরতির ঘোষণা হোটেল–রেস্তোরাঁর শ্রমিকদের

মব ভায়োলেন্স গণতন্ত্রকে ধ্বংস করে দিচ্ছে: মির্জা ফখরুল

সুনামগঞ্জ-৩ আসন: ৮ প্রার্থীর ৩ জনই কোটিপতি

নির্বাচনী হলফনামা: সম্পদ বেড়েছে আরিফের, স্ত্রীও হয়েছেন কোটিপতি

সিকৃবিতে কৃষি গুচ্ছের ভর্তি পরীক্ষায় উপস্থিতির হার ৯৩.৪১ শতাংশ

অনেক বছর পরে একটা প্রকৃত ভোট হবে: রিজওয়ানা হাসান

সাদাপাথর-কাণ্ড: সাহাব উদ্দিনকে দলীয় পদ ফিরিয়ে দিল বিএনপি