হোম > সারা দেশ > সিলেট

সিলেটে একদিনে করোনায় ১৭ জনের মৃত্যু

প্রতিনিধি, সিলেট

সিলেটে গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে আরও ১৭ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে করোনা শনাক্ত হয়েছেন ৩৫৭ জন। নতুন শনাক্ত হওয়া ৩৫৭ জনের ২৬৪ জনই সিলেট জেলার বাসিন্দা। এছাড়া সুনামগঞ্জের ২৪ জন, হবিগঞ্জের ৩৭ জন ও মৌলভীবাজারের ৩২ জন রয়েছেন। 

আজ মঙ্গলবার স্বাস্থ্য অধিদপ্তরের সিলেট বিভাগীয় পরিচালক ডা. হিমাংশু লাল রায় জানান, করোনায় মারা যাওয়া সবাই সিলেটের বাসিন্দা। ২৪ ঘণ্টায় মারা যাওয়া ১৭ জনের মধ্যে সিলেটের ওসমানী হাসপাতালে মৃত্যু হয়েছে ছয়জনের ও জেলার অন্যান্য হাসপাতালে মৃত্যু হয়েছে ১১ জনের। 

প্রসঙ্গত, করোনায় এ পর্যন্ত সিলেট বিভাগে মোট মারা গেছেন ৯১৯ জন। এর মধ্যে সিলেট জেলায় মৃত্যু হয়েছে ৬৭০ জনের। সুনামগঞ্জে ৬১ জন, হবিগঞ্জে ৪৪ জন, মৌলভীবাজারের ৬৯ জন ও সিলেটের এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ৭৫ জনের মৃত্যু হয়েছে। সিলেট বিভাগে এ পর্যন্ত করোনা শনাক্ত হয়েছেন ৪৯ হাজার ৬২৮ জন। এর মধ্যে সিলেট জেলায় ২৬ হাজার ৭৬৩ জন, সুনামগঞ্জে পাঁচ হাজার ৬৭৫ জন, হবিগঞ্জ জেলায় পাঁচ হাজার ৯৩৬ জন, মৌলভীবাজারে সাত হাজার ৮৬ জন ও সিলেটের এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চার হাজার ১৬৮ জন রয়েছেন।

গত ২৪ ঘণ্টায় সিলেট বিভাগের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন ৩৫ জন। সব মিলিয়ে হাসপাতালে ভর্তি রয়েছেন ৭৮১ জন। এর মধ্যে সিলেটের বিভিন্ন হাসপাতালে ৪২১ জন, সুনামগঞ্জে ৪৪ জন, হবিগঞ্জে ৪০ জন, মৌলভীবাজারে ২৯ জন। আর সিলেটে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ২৪৭ জন রোগী চিকিৎসাধীন রয়েছেন।   

সিলেটে যাত্রীবাহী দুটি বাসের মুখোমুখি সংঘর্ষ, নিহত ২

ওসমানী মেডিকেলে রোগীর স্বজন ও ইন্টার্ন চিকিৎসকদের সংঘর্ষ, পরে কর্মবিরতি

গণভোটে ‘হ্যাঁ’-এর পক্ষে প্রচার চালানো রাষ্ট্রের জন্য ফরজে কিফায়া: উপদেষ্টা নূরজাহান

শাকসু নির্বাচন ২০ জানুয়ারিই হবে

‘মব’ করে ইউপি চেয়ারম্যানকে হেনস্তা, গ্রেপ্তারের পর জামিন

সিলেটে বিএনপি নেতা মানিক সেনাবাহিনীর হাতে আটক

বিএনপি নেতার অশালীন আচরণ, জমিয়ত সভাপতি মাওলানা ফারুককে শোকজ

শাকসু নির্বাচনের দাবিতে মধ্যরাতে বিক্ষোভে উত্তাল শাবিপ্রবি, ইসির স্থগিতাদেশ প্রত্যাহারের দাবি

সিলেট থেকে আনুষ্ঠানিক নির্বাচনী প্রচারণা শুরু করবেন তারেক রহমান

অভিযানে জব্দ ২০ হাজার ঘনফুট বালু, ৫০ নৌকা ধ্বংস