হোম > সারা দেশ > হবিগঞ্জ

মাধবপুরে চোরাই গরু বোঝাই পিকআপভ্যান রেখে পালালেন দুর্বৃত্ত, তরুণ নিহত 

হবিগঞ্জ প্রতিনিধি

হবিগঞ্জের মাধবপুরে স্থানীয় লোকজনের ধাওয়ায় চোরাই গরু বোঝাই পিকআপভ্যান রেখে পালিয়ে যান দুর্বৃত্তরা। এরপর উদ্ধার করে সেটিকে স্থানীয় লোকজন পুলিশ তদন্ত কেন্দ্রে নিয়ে যাচ্ছিলেন। এ সময় পিকআপভ্যান থেকে পড়ে গিয়ে জুবায়ের মিয়া (২১) নামের এক তরুণ নিহত হয়েছেন।

আজ বৃহস্পতিবার ভোরে উপজেলার জগদীশপুর ইউনিয়নের খড়কি গ্রামে ওই ঘটনা ঘটে। নিহত জুবায়ের ওই গ্রামের খলিল মিয়ার ছেলে।

জুবায়ের নিহত হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন মাধবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আতিকুর রহমান। তিনি বলেন, ‘জুবায়েরের মরদেহ ময়নাতদন্তের জন্য হবিগঞ্জ জেলা সদর ২৫০ শয্যা হাসপাতালে পাঠানো হয়েছে।’

স্থানীয় লোকজনের বরাত দিয়ে ওসি জানান, গতকাল বুধবার রাতে খড়কি গ্রামের আছকির মিয়ার গোয়ালঘর থেকে তিনটি গরু চুরি হয়। এ সময় বাড়ির লোকজন টের পেয়ে চিৎকার করলে প্রতিবেশী জুবায়েরসহ আশপাশের লোকজন ঘটনাস্থলে আসেন। চুরি করা গরুগুলো পিকআপভ্যানে করে নিয়ে যাওয়ার সময় স্থানীয় লোকজন এটি আটক করে। তবে এ সময় দুর্বৃত্তরা পালিয়ে যান।

ওসি আরও জানান, জুবায়েরসহ ১৫-২০ জন ওই পিকআপভ্যানটি নিয়ে স্থানীয় ছাতিয়াইন পুলিশ তদন্তকেন্দ্রে যাচ্ছিলেন। এ সময় জুবায়ের গাড়ি থেকে পড়ে চাকার নিচে পিষ্ট হন। তাৎক্ষণিক মাধবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

সিলেটে জুয়া খেলা অবস্থায় আটক ৭

ভোলাগঞ্জ স্থলবন্দর উদ্বোধন করলেন নৌপরিবহন উপদেষ্টা

জৈন্তাপুরে সড়ক দুর্ঘটনায় একজন নিহত

সিলেটে ট্রলির ধাক্কায় মসজিদের ইমাম নিহত

জৈন্তাপুরে সাড়ে ১৬ হাজার ঘনফুট বালু জব্দ, নিলামে বিক্রি

মৌলভীবাজারে আ.লীগের ৯ নেতা-কর্মী গ্রেপ্তার

সিলেট সীমান্তে খাসিয়াদের গুলিতে ২ জন নিহত

সিলেটে প্রথম আলো অফিসের সাইনবোর্ড, গ্লাস ভাঙচুর

কোন্দলই বিএনপির বড় সংকট

সিলেটে দুই মোটরসাইকেলের সংঘর্ষে নিহত তিন