হোম > সারা দেশ > সিলেট

সিলেটে পুলিশের গুলিতে আহত রাইয়ানের জ্ঞান ফেরেনি ১২ দিনেও, ঢাকায় প্রেরণ

সিলেট প্রতিনিধি

সিলেটে পুলিশের ছোড়া গুলিতে গুরুতর আহত রাইয়ান আহমদের জ্ঞান ফেরেনি ১২ দিনেও। উন্নত চিকিৎসার জন্য আজ শনিবার সকালে এয়ার অ্যাম্বুলেন্সে তাকে ঢাকায় পাঠানো হয়েছে।

রাইয়ান দক্ষিণ সুরমার সিলাম ডালিপাড়া গ্রামের নানু মিয়ার ছেলে। চার ভাই-বোনের মধ্যে সর্বকনিষ্ঠ রাইয়ান সিলাম নগরীর পিএল বহুমুখী উচ্চবিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্র।

রাইয়ান আহমদের স্বজনেরা জানিয়েছেন, ৫ আগস্ট বিজয় মিছিলে দক্ষিণ সুরমা থানা ঘেরাওকালে পুলিশের ছোড়া গুলি মাথায় লেগে গুরুতর আহত হয় রাইয়ান। পরে তাকে উদ্ধার করে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। ১২ দিনেও তার জ্ঞান ফেরেনি। জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে থাকা রাইয়ানকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানোর ব্যবস্থা নেন সিলেট সিটি করপোরেশনের সাবেক মেয়র আরিফুল হক চৌধুরী। আজ শনিবার দুপুরে তাকে এয়ার অ্যাম্বুলেন্সে ঢাকায় পাঠানো হয়। তাকে ঢাকার নিউরো সায়েন্স হাসপাতালে ভর্তি করা হয়।

এ বিষয়ে জানতে চাইলে সিলেট সিটি করপোরেশনের সাবেক মেয়র আরিফুল হক চৌধুরী আজকের পত্রিকাকে বলেন, ‘আওয়ামী লীগ সরকার পতনের আন্দোলনে গিয়ে পুলিশের গুলিতে রাইয়ান আহমদ গুরুতর আহত হয়েছে। ১২ দিন ধরে ওসমানী হাসপাতালে চিকিৎসাধীন থাকলেও তার জ্ঞান ফেরেনি। বিষয়টি জানতে পেরে উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকার নিউরো সায়েন্স হাসপাতালে নিয়ে এসেছি।’ তিনি রাইয়ানের জন্য সবার দোয়া চেয়েছেন।

সিলেটে যাত্রীবাহী দুটি বাসের মুখোমুখি সংঘর্ষ, নিহত ২

ওসমানী মেডিকেলে রোগীর স্বজন ও ইন্টার্ন চিকিৎসকদের সংঘর্ষ, পরে কর্মবিরতি

গণভোটে ‘হ্যাঁ’-এর পক্ষে প্রচার চালানো রাষ্ট্রের জন্য ফরজে কিফায়া: উপদেষ্টা নূরজাহান

শাকসু নির্বাচন ২০ জানুয়ারিই হবে

‘মব’ করে ইউপি চেয়ারম্যানকে হেনস্তা, গ্রেপ্তারের পর জামিন

সিলেটে বিএনপি নেতা মানিক সেনাবাহিনীর হাতে আটক

বিএনপি নেতার অশালীন আচরণ, জমিয়ত সভাপতি মাওলানা ফারুককে শোকজ

শাকসু নির্বাচনের দাবিতে মধ্যরাতে বিক্ষোভে উত্তাল শাবিপ্রবি, ইসির স্থগিতাদেশ প্রত্যাহারের দাবি

সিলেট থেকে আনুষ্ঠানিক নির্বাচনী প্রচারণা শুরু করবেন তারেক রহমান

অভিযানে জব্দ ২০ হাজার ঘনফুট বালু, ৫০ নৌকা ধ্বংস