ব্রিটেনের টাওয়ার হ্যামলেটস কাউন্সিল পার্লামেন্টের স্পিকার নির্বাচিত হয়েছেন সিলেটের বিশ্বনাথের জাহেদ বক্স চৌধুরী। গত মঙ্গলবার টাওয়ার হ্যামলেটসের কাউন্সিল নির্বাচনে এস্পায়ার পার্টি থেকে বিপুল ভোটে জয়ী হন তিনি। তাঁর বাড়ি বিশ্বনাথ পৌরসভার চান্দশির কাপন গ্রামে।
২০২২ সালে প্রথমবারের মতো জাহেদ বক্স চৌধুরী টাওয়ার হ্যামলেটসের লেন্সবারি ওয়ার্ডের কাউন্সিলর নির্বাচিত হন। তিনি ১৯৮৬ সালে বাবা-মায়ের সঙ্গে প্রথম ব্রিটেনে যান। সেখানে লেখাপড়া শেষ করে কর্মক্ষেত্রে যোগ দেন। পাশাপাশি কমিউনিটির বিভিন্ন কাজেও অংশ নিতে শুরু করেন তিনি।
টাওয়ার হ্যামলেটস কাউন্সিলের রাজনীতিতে নানান বৈষম্য ও ষড়যন্ত্রের শিকার হয়ে সিলেটের লুৎফর রহমান এস্পায়ার পার্টি গঠন করেন এবং লুৎফর রহমান টাওয়ার হ্যামলেটসের মেয়র নির্বাচিত হন। তখন থেকেই এস্পায়ার পার্টির সঙ্গে ছিলেন জাহেদ বক্স চৌধুরী।