হোম > সারা দেশ > সিলেট

হাতি দেখতে গিয়ে ৯ দিন ধরে নিখোঁজ শিশু

সিলেট প্রতিনিধি

সিলেট নগরীর সুবিদবাজার এলাকায় হাতি দেখতে গিয়ে মো. সুয়েব মিয়া নামের ৭ বছর বয়সী এক শিশু নিখোঁজ হয়েছে বলে জানা গেছে। গত ২৭ এপ্রিলে নিখোঁজ শিশু সুয়েব। আজ শনিবার পর্যন্ত নিখোঁজের ৯ দিন হলেও শিশুটির কোনো খোঁজ পাওয়া যায়নি। এ ঘটনায় গত বুধবার নিখোঁজ শিশুর পালক মা মোছা. রহিমা খাতুন সিলেট কোতোয়ালি থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন।

নিখোঁজ সুয়েব মিয়া সুনামগঞ্জের দিরাই উপজেলার আনোয়ারপুর উত্তর হাটি গ্রামের মো. মোবারক মিয়ার ছেলে। তবে বর্তমানে সুয়েব মিয়া সুবিদবাজারের মিয়া ফাজিল চিস্ত এলাকার আহাদ মিয়ার কলোনিতে পালক মায়ের সঙ্গে থাকত। 

পুলিশ ও শিশুর পরিবারের সূত্রে জানা যায়, গত ২৭ এপ্রিল বেলা দুইটার দিকে সুয়েব মিয়া হাতি দেখার কথা বলে বাড়ি থেকে বের হয়ে যায়। তবে অনেক সময় পার হয়ে গেলেও সে আর বাড়িতে ফেরেনি। পরে সুয়েব মিয়ার আত্মীয়-স্বজনসহ পরিবারের লোকজন আশপাশের বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি করেও তার কোনো সন্ধান পায়নি। পরে গত বুধবার রহিমা খাতুন সিলেট কোতোয়ালি থানায় জিডি করেন। 

এ ব্যাপারে কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আলী মাহমুদ বলেন, ‘সাধারণ ডায়েরি হওয়ার পর থেকে এ বিষয়ে তদন্ত চলছে। ২৭ এপ্রিল দুপুরে ওই শিশুকে স্থানীয় লোকজন তাকে হাতির পেছনে দৌড়াতে দেখেছেন বলে প্রাথমিক অনুসন্ধানে পাওয়া গেছে। এ বিষয়ে বিস্তারিত খবর নেওয়া হচ্ছে।’ 

সিলেটে প্রথম আলো অফিসের সাইনবোর্ড, গ্লাস ভাঙচুর

কোন্দলই বিএনপির বড় সংকট

সিলেটে দুই মোটরসাইকেলের সংঘর্ষে নিহত তিন

হত্যা মামলায় বিয়ানীবাজার পৌর আ. লীগ সভাপতি গ্রেপ্তার

সিলেটে যেসব এলাকায় ১০ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না বুধবার

চবি উপ-উপাচার্যের পদে থাকার নৈতিক অধিকার নেই: নাছির উদ্দীন

শাকসু নির্বাচন: ছাত্রদলের ২২ সদস্যের প্যানেল ঘোষণা, নারী প্রার্থী একজন ও মুক্তিযুদ্ধ সম্পাদক পদ ফাঁকা

বেড়িবাঁধের মাটি কাটার সময় মাটিচাপায় শ্রমিকের মৃত্যু

সিলেটে সিএনজিচালিত অটোরিকশা ছিনতাইয়ের জন্য চালককে হত্যা

মৌলভীবাজারের ৪টি আসন: নজরে চা-বাগান ও নতুন ভোটার