হোম > সারা দেশ > সুনামগঞ্জ

শান্তিগঞ্জে বেইলির সেতু ভেঙে পড়েছে খালে, যান চলাচল বন্ধ 

শান্তিগঞ্জ (সুনামগঞ্জ) প্রতিনিধি

সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলার ভমভমি এলাকায় একটি বেইলির সেতুর তিনটি পাটাতন ভেঙে খালে পড়ে গেছে। এতে সুনামগঞ্জ-জগন্নাথপুর রুটে ভারী যানবাহন চলাচল বন্ধ রয়েছে। আজ মঙ্গলবার (২৮ মার্চ) সকাল সাড়ে ৯টার দিকে সেতুটি ভেঙে পড়ে। সেতুর মেরামত শুরু হয়েছে এবং আজকের মধ্যেই যান চলাচল স্বাভাবিক হবে বলে জানিয়েছে সড়ক ও জনপথ (সওজ) বিভাগ।

এ নিয়ে জানতে চাইলে সুনামগঞ্জের সড়ক ও জনপথের (সওজ) নির্বাহী প্রকৌশলী আশরাফুল আলম প্রামাণিক বলেন, ‘সেতুর তিনটি পাটাতন ভেঙে খালে পড়ে গেছে। আপাতত সুনামগঞ্জ-জগন্নাথপুর রুটে ভারী যানবাহন চলাচল বন্ধ রয়েছে। ঘটনার পরপরই সওজের লোকজন সেতুর মেরামতকাজ শুরু করেছে। আজ দিনের ভেতরেই আশা করি যান চলাচল স্বাভাবিক হবে।’ 

স্থানীয় বাসিন্দা রিপন আহমদ বলেন, ‘দীর্ঘদিন ধরেই সেতুটি নড়বড়ে। আজ সকালে হঠাৎ করে সেতুর তিনটি পাটাতন দেবে যায়। ফলে এই সড়কে বড় গাড়ির চলাচল বন্ধ হয়ে যায়।’ 

শান্তিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ খালেদ চৌধুরী বলেন, ‘সেতুর পাটাতন দেবে যাওয়ায় ভারী যানবাহন চলাচল বন্ধ করে দেওয়া হয়েছে। তবে মোটরসাইকেল চলাচল করছে। বিষয়টি সুনামগঞ্জ সড়ক বিভাগকে জানানো হয়েছে।’

সিলেট সীমান্তে খাসিয়াদের গুলিতে ২ জন নিহত

সিলেটে প্রথম আলো অফিসের সাইনবোর্ড, গ্লাস ভাঙচুর

কোন্দলই বিএনপির বড় সংকট

সিলেটে দুই মোটরসাইকেলের সংঘর্ষে নিহত তিন

হত্যা মামলায় বিয়ানীবাজার পৌর আ. লীগ সভাপতি গ্রেপ্তার

সিলেটে যেসব এলাকায় ১০ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না বুধবার

চবি উপ-উপাচার্যের পদে থাকার নৈতিক অধিকার নেই: নাছির উদ্দীন

শাকসু নির্বাচন: ছাত্রদলের ২২ সদস্যের প্যানেল ঘোষণা, নারী প্রার্থী একজন ও মুক্তিযুদ্ধ সম্পাদক পদ ফাঁকা

বেড়িবাঁধের মাটি কাটার সময় মাটিচাপায় শ্রমিকের মৃত্যু

সিলেটে সিএনজিচালিত অটোরিকশা ছিনতাইয়ের জন্য চালককে হত্যা