হোম > সারা দেশ > সুনামগঞ্জ

শান্তিগঞ্জে বেইলির সেতু ভেঙে পড়েছে খালে, যান চলাচল বন্ধ 

শান্তিগঞ্জ (সুনামগঞ্জ) প্রতিনিধি

সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলার ভমভমি এলাকায় একটি বেইলির সেতুর তিনটি পাটাতন ভেঙে খালে পড়ে গেছে। এতে সুনামগঞ্জ-জগন্নাথপুর রুটে ভারী যানবাহন চলাচল বন্ধ রয়েছে। আজ মঙ্গলবার (২৮ মার্চ) সকাল সাড়ে ৯টার দিকে সেতুটি ভেঙে পড়ে। সেতুর মেরামত শুরু হয়েছে এবং আজকের মধ্যেই যান চলাচল স্বাভাবিক হবে বলে জানিয়েছে সড়ক ও জনপথ (সওজ) বিভাগ।

এ নিয়ে জানতে চাইলে সুনামগঞ্জের সড়ক ও জনপথের (সওজ) নির্বাহী প্রকৌশলী আশরাফুল আলম প্রামাণিক বলেন, ‘সেতুর তিনটি পাটাতন ভেঙে খালে পড়ে গেছে। আপাতত সুনামগঞ্জ-জগন্নাথপুর রুটে ভারী যানবাহন চলাচল বন্ধ রয়েছে। ঘটনার পরপরই সওজের লোকজন সেতুর মেরামতকাজ শুরু করেছে। আজ দিনের ভেতরেই আশা করি যান চলাচল স্বাভাবিক হবে।’ 

স্থানীয় বাসিন্দা রিপন আহমদ বলেন, ‘দীর্ঘদিন ধরেই সেতুটি নড়বড়ে। আজ সকালে হঠাৎ করে সেতুর তিনটি পাটাতন দেবে যায়। ফলে এই সড়কে বড় গাড়ির চলাচল বন্ধ হয়ে যায়।’ 

শান্তিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ খালেদ চৌধুরী বলেন, ‘সেতুর পাটাতন দেবে যাওয়ায় ভারী যানবাহন চলাচল বন্ধ করে দেওয়া হয়েছে। তবে মোটরসাইকেল চলাচল করছে। বিষয়টি সুনামগঞ্জ সড়ক বিভাগকে জানানো হয়েছে।’

মৌলভীবাজারে তাপমাত্রা নেমেছে ৭ ডিগ্রিতে

১৪ জানুয়ারি দেশব্যাপী কর্মবিরতির ঘোষণা হোটেল–রেস্তোরাঁর শ্রমিকদের

মব ভায়োলেন্স গণতন্ত্রকে ধ্বংস করে দিচ্ছে: মির্জা ফখরুল

সুনামগঞ্জ-৩ আসন: ৮ প্রার্থীর ৩ জনই কোটিপতি

নির্বাচনী হলফনামা: সম্পদ বেড়েছে আরিফের, স্ত্রীও হয়েছেন কোটিপতি

সিকৃবিতে কৃষি গুচ্ছের ভর্তি পরীক্ষায় উপস্থিতির হার ৯৩.৪১ শতাংশ

অনেক বছর পরে একটা প্রকৃত ভোট হবে: রিজওয়ানা হাসান

সাদাপাথর-কাণ্ড: সাহাব উদ্দিনকে দলীয় পদ ফিরিয়ে দিল বিএনপি

সিলেটে টিলা থেকে অবৈধভাবে পাথর উত্তোলন করায় আটক ১৬

সীমান্ত দিয়ে ভারতে অনুপ্রবেশের চেষ্টা, নারী–শিশুসহ আটক ১১