হোম > সারা দেশ > সিলেট

সিলেটের সাবেক সংসদ সদস্য ঢাকায় গ্রেপ্তার

সিলেট প্রতিনিধি

গ্রেপ্তার এহিয়া চৌধুরী ইয়াহইয়া। ছবি: সংগৃহীত

সিলেট-২ আসনের সাবেক সংসদ সদস্য এহিয়া চৌধুরী ইয়াহইয়াকে গ্রেপ্তার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)। গতকাল সোমবার দিবাগত রাতে তাঁকে ঢাকার উত্তরা থেকে র‍্যাব-৯ ও র‍্যাব-১ যৌথ অভিযানে গ্রেপ্তার করে।

আজ মঙ্গলবার সকালে প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছেন র‍্যাব-৯ এর সহকারী পুলিশ সুপার (মিডিয়া) মো. মশিহুর রহমান সোহেল।

গ্রেপ্তার এহিয়া চৌধুরী ইয়াহইয়া (৪৬) সিলেট নগরের এভারগ্রীন এলাকার মৃত আব্দুল হাই চৌধুরীর ছেলে ও সিলেট-২ আসনের জাতীয় পার্টির মনোনীত সাবেক সংসদ সদস্য।

র‍্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে র‍্যাব-৯ ও র‍্যাব-১ এর যৌথ অভিযানে সোমবার দিবাগত রাতে ঢাকার উত্তরার ৪ নম্বর সেক্টরের ১৫ নম্বর রোডের একটি আবাসিক বাড়িতে অভিযান পরিচালনা করা হয়। এ সময় নাশকতা ও সহিংসতা মামলার আসামি এহিয়া চৌধুরী ইয়াহইয়াকে গ্রেপ্তার করে।

এ বিষয়ে সিলেট মহানগর পুলিশের কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিয়াউল হক জিয়া বলেন, রাতে উনাকে গ্রেপ্তার করে র‍্যাব সকালে থানায় হস্তান্তর করে। তাকে আদালতে পাঠানো হয়েছে।

গণভোটে ‘হ্যাঁ’-এর পক্ষে প্রচার চালানো রাষ্ট্রের জন্য ফরজে কিফায়া: উপদেষ্টা নূরজাহান

শাকসু নির্বাচন ২০ জানুয়ারিই হবে

‘মব’ করে ইউপি চেয়ারম্যানকে হেনস্তা, গ্রেপ্তারের পর জামিন

সিলেটে বিএনপি নেতা মানিক সেনাবাহিনীর হাতে আটক

বিএনপি নেতার অশালীন আচরণ, জমিয়ত সভাপতি মাওলানা ফারুককে শোকজ

শাকসু নির্বাচনের দাবিতে মধ্যরাতে বিক্ষোভে উত্তাল শাবিপ্রবি, ইসির স্থগিতাদেশ প্রত্যাহারের দাবি

সিলেট থেকে আনুষ্ঠানিক নির্বাচনী প্রচারণা শুরু করবেন তারেক রহমান

অভিযানে জব্দ ২০ হাজার ঘনফুট বালু, ৫০ নৌকা ধ্বংস

মৌলভীবাজারে তাপমাত্রা নেমেছে ৭ ডিগ্রিতে

১৪ জানুয়ারি দেশব্যাপী কর্মবিরতির ঘোষণা হোটেল–রেস্তোরাঁর শ্রমিকদের