হোম > সারা দেশ > সিলেট

জাল ভোট দেওয়ায় বাহুবলে যুবকের ১ বছরের কারাদণ্ড

হবিগঞ্জ প্রতিনিধি

হবিগঞ্জের বাহুবলে জাল ভোট দিতে গিয়ে স্কুলছাত্রসহ তিনজন আটক হয়েছে। আজ মঙ্গলবার সকালে উপজেলার কামাইছড়া চা-বাগান কেন্দ্রে জাল ভোট দিতে গেলে তাদের আটক করা হয়। এর মধ্যে দুর্জয় কর্মকার (২৪) নামের একজনকে এক বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে।

দুর্জয় বালুছড়া চা-বাগানের বাসিন্দা প্রদীপ কর্মকারের ছেলে। আটক অন্য দুজন কিশোর। তাদের বাহুবল থানায় হস্তান্তর করা হয়েছে। তারা স্থানীয় নতুন বাজারের শাহজালাল মাধ্যমিক বিদ্যালয়ের অষ্টম শ্রেণির ছাত্র। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো. আবদুল আলীম।

অতিরিক্ত পুলিশ সুপার হাসিবুল ইসলাম এই তথ্য জানিয়েছেন। তিনি বলেন, জাল ভোট দিতে গিয়ে আটক দুই শিশুর বিরুদ্ধে শিশু আইনে ব্যবস্থা নেওয়া হবে। অপরজনকে ভ্রাম্যমাণ আদালত এক বছরের কারাদণ্ড দিয়েছেন। তাদের বাহুবল থানায় পাঠানো হয়েছে।

এ বিষয়ে জানতে চাইলে ভ্রাম্যমাণ আদালতের পেশকার রামেন্দ্র দাশ আজকের পত্রিকাকে বলেন, সকাল ১০টার দিকে কামাইছড়া চা-বাগান কেন্দ্রে কয়েকজন শিশু জাল ভোট দিতে যায়। খবর পেয়ে পুলিশ গিয়ে শিশুসহ তিনজনকে আটক করে। পরে ভ্রাম্যমাণ আদালত একজনকে সাজা দিয়ে দুই শিশুকে থানায় পাঠান। অপর দুজনের বিরুদ্ধে শিশু আইনে ব্যবস্থা নেওয়া হবে।

সিলেট সীমান্তে খাসিয়াদের গুলিতে ২ জন নিহত

সিলেটে প্রথম আলো অফিসের সাইনবোর্ড, গ্লাস ভাঙচুর

কোন্দলই বিএনপির বড় সংকট

সিলেটে দুই মোটরসাইকেলের সংঘর্ষে নিহত তিন

হত্যা মামলায় বিয়ানীবাজার পৌর আ. লীগ সভাপতি গ্রেপ্তার

সিলেটে যেসব এলাকায় ১০ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না বুধবার

চবি উপ-উপাচার্যের পদে থাকার নৈতিক অধিকার নেই: নাছির উদ্দীন

শাকসু নির্বাচন: ছাত্রদলের ২২ সদস্যের প্যানেল ঘোষণা, নারী প্রার্থী একজন ও মুক্তিযুদ্ধ সম্পাদক পদ ফাঁকা

বেড়িবাঁধের মাটি কাটার সময় মাটিচাপায় শ্রমিকের মৃত্যু

সিলেটে সিএনজিচালিত অটোরিকশা ছিনতাইয়ের জন্য চালককে হত্যা