হোম > সারা দেশ > সিলেট

ভাইস চ্যান্সেলর অ্যাওয়ার্ড পেলেন শাবিপ্রবির ৫ গবেষক

শাবিপ্রবি প্রতিনিধি 

গবেষণায় বিশেষ অবদানের জন্য ভাইস-চ্যান্সেলর অ্যাওয়ার্ড পেলেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের পাঁচ গবেষক। ছবি: আজকের পত্রিকা

গবেষণায় বিশেষ অবদানের জন্য শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবিপ্রবি) পাঁচ শিক্ষককে ‘ভাইস চ্যান্সেলর (ভিসি) অ্যাওয়ার্ড-২০২৪’ দেওয়া হয়েছে। আজ শনিবার (১ ফেব্রুয়ারি) বেলা ১১টার দিকে গবেষণা ও উদ্ভাবনবিষয়ক ১২তম সম্মেলনে এই অ্যাওয়ার্ড দেওয়া হয়।

সম্মেলনে প্রধান অতিথি ছিলেন শিক্ষা উপদেষ্টার বিশেষ সহকারী অধ্যাপক ড. এম আমিনুল ইসলাম।

অ্যাওয়ার্ডপ্রাপ্ত শিক্ষকেরা হলেন রসায়ন বিভাগের অধ্যাপক ড. মো. মিজানুর রহমান খান, বন ও পরিবেশবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. মো. আবু সাঈদ আরফিন খান, কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং অ্যান্ড পলিমার সায়েন্স বিভাগের অধ্যাপক ড. মো. মোস্তাফিজুর রহমান, জেনেটিক ইঞ্জিনিয়ারিং অ্যান্ড বায়োটেকনোলজি বিভাগের সহযোগী অধ্যাপক জি এম নূরনবী আজাদ জুয়েল ও অর্থনীতি বিভাগের সহকারী অধ্যাপক তারিক আজিজ।

সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে শিক্ষা উপদেষ্টার বিশেষ সহকারী অধ্যাপক ড. আমিনুল ইসলাম বলেন, ‘আপনাদের এখানে অনেক উচ্চমানের গবেষক রয়েছেন। আপনারা এমনভাবে কাজ করবেন যাতে গবেষণায় এই বিশ্ববিদ্যালয় দেশের সর্বোচ্চ বিশ্ববিদ্যালয়ে পরিণত হয়। বিশেষ করে আপনারা সিলেটের হাওর অঞ্চল মানুষের সমস্যা এবং এর সমাধান নিয়ে গবেষণা করবেন। এমনকি সিলেটের চা নিয়েও আপনারা গবেষণা করতে পারেন।’

অনুষ্ঠানে উপ-উপাচার্য ড. মো. সাজেদুল করিম সভাপতিত্ব করেন। এতে সম্মানিত অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের সদস্য মো. আনোয়ার হোসেন। বিশেষ অতিথি ছিলেন শাবিপ্রবির কোষাধ্যক্ষ ড. মো. ইসমাইল হোসেন, যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ ড. হোসেন আল মামুন ও পূবালী ব্যাংকের উপপরিচালক আহমেদ এনায়েত মনজুর।

গণভোটে ‘হ্যাঁ’-এর পক্ষে প্রচার চালানো রাষ্ট্রের জন্য ফরজে কিফায়া: উপদেষ্টা নূরজাহান

শাকসু নির্বাচন ২০ জানুয়ারিই হবে

‘মব’ করে ইউপি চেয়ারম্যানকে হেনস্তা, গ্রেপ্তারের পর জামিন

সিলেটে বিএনপি নেতা মানিক সেনাবাহিনীর হাতে আটক

বিএনপি নেতার অশালীন আচরণ, জমিয়ত সভাপতি মাওলানা ফারুককে শোকজ

শাকসু নির্বাচনের দাবিতে মধ্যরাতে বিক্ষোভে উত্তাল শাবিপ্রবি, ইসির স্থগিতাদেশ প্রত্যাহারের দাবি

সিলেট থেকে আনুষ্ঠানিক নির্বাচনী প্রচারণা শুরু করবেন তারেক রহমান

অভিযানে জব্দ ২০ হাজার ঘনফুট বালু, ৫০ নৌকা ধ্বংস

মৌলভীবাজারে তাপমাত্রা নেমেছে ৭ ডিগ্রিতে

১৪ জানুয়ারি দেশব্যাপী কর্মবিরতির ঘোষণা হোটেল–রেস্তোরাঁর শ্রমিকদের