হোম > সারা দেশ > সুনামগঞ্জ

মহাসড়কে গাছ ফেলে ৪ গাড়িতে ডাকাতির ঘটনায় মূল হোতা গ্রেপ্তার

জগন্নাথপুর (সুনামগঞ্জ) প্রতিনিধি  

গ্রেপ্তার আব্দুল কুদ্দুস। ছবি: সংগৃহীত

সুনামগঞ্জ-জগন্নাথপুর-ঢাকা আঞ্চলিক মহাসড়কে গাছ ফেলে যাত্রীবাহী দুটি বাসসহ চারটি গাড়িতে ডাকাতির ঘটনায় মূল হোতাকে গ্রেপ্তার করেছে যৌথ বাহিনী। এ সময় একটি পাইপগানসহ বেশ কয়েকটি দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়।

গতকাল শুক্রবার (৩১ জানুয়ারি) রাতে ছাতক সেনাবাহিনীর ক্যাম্প কমান্ডার ক্যাপ্টেন শোয়েব বিন আহমাদের নেতৃত্বে হায়দরপুর গ্রামের যৌথ বাহিনীর অভিযানে তাঁকে গ্রেপ্তার করা হয়। আজ শনিবার তাঁকে সুনামগঞ্জ আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।

গ্রেপ্তার আব্দুল কুদ্দুস ওরফে কুদ্দুস ডাকাত (৪৫) ছাতক উপজেলার ভাতগাঁও ইউনিয়নের হায়দরপুর গ্রামের আজিদুল্লাহর ছেলে।

বিষয়টি নিশ্চিত করে ক্যাপ্টেন শোয়েব বিন আহমাদ বলেন, তাঁকে আটকের পর প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি ওই ডাকাতিতে নেতৃত্বে ছিলেন বলে স্বীকার করেছেন। পরে তাঁর তথ্যমতে একটি পাইপগানসহ বেশ কিছু দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে। সড়কে ডাকাতির ঘটনায় পুলিশ বাদী হয়ে ছাতক থানায় মামলার পর আজ শনিবার কুদ্দুসকে কারাগারে পাঠানো হয়েছে। তাঁর বিরুদ্ধে বিভিন্ন থানায় একাধিক ডাকাতির মামলা রয়েছে।

উল্লেখ্য, গত ২৩ জানুয়ারি সুনামগঞ্জ-জগন্নাথপুর-ঢাকা আঞ্চলিক মহাসড়কে গাছ ফেলে যাত্রীবাহী দুটি বাসসহ চার গাড়িতে ডাকাতি হয়। জেলার ছাতক উপজেলার ভাতগাঁও ইউনিয়নের দারাখাই নামক স্থানে এই ডাকাতি হয়। এ সময় ডাকাতের হামলায় বেশ কয়েকজন আহত হন।

সিলেট সীমান্তে খাসিয়াদের গুলিতে ২ জন নিহত

সিলেটে প্রথম আলো অফিসের সাইনবোর্ড, গ্লাস ভাঙচুর

কোন্দলই বিএনপির বড় সংকট

সিলেটে দুই মোটরসাইকেলের সংঘর্ষে নিহত তিন

হত্যা মামলায় বিয়ানীবাজার পৌর আ. লীগ সভাপতি গ্রেপ্তার

সিলেটে যেসব এলাকায় ১০ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না বুধবার

চবি উপ-উপাচার্যের পদে থাকার নৈতিক অধিকার নেই: নাছির উদ্দীন

শাকসু নির্বাচন: ছাত্রদলের ২২ সদস্যের প্যানেল ঘোষণা, নারী প্রার্থী একজন ও মুক্তিযুদ্ধ সম্পাদক পদ ফাঁকা

বেড়িবাঁধের মাটি কাটার সময় মাটিচাপায় শ্রমিকের মৃত্যু

সিলেটে সিএনজিচালিত অটোরিকশা ছিনতাইয়ের জন্য চালককে হত্যা