হোম > সারা দেশ > সিলেট

ট্রাকচাপায় নারী চিকিৎসকের মৃত্যুর ঘটনায় চালক গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক, সিলেট  

আটক মো. আব্দুল কাদির। ছবি: আজকের পত্রিকা

সিলেট নগরে ট্রাকের ধাক্কায় রিকশা আরোহী এক নারী চিকিৎসকের মৃত্যুর ঘটনায় ট্রাকচালককে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তার মো. আব্দুল কাদির (৩৯) মোগলাবাজার থানার করিমপুর গ্রামের মো. দরছ আলীর ছেলে। তিনি সিলেটের বাদামবাগিচা এলাকায় ভাড়া বাসায় থাকেন। আজ বৃহস্পতিবার সকালে মৌলভীবাজার জেলার কুলাউড়া থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।

এর আগে ৮ জুন বেলা ১১টার দিকে সিলেট নগরের শেখঘাট এলাকার জিতু মিয়ার পয়েন্ট এলাকায় দ্রুতগতির একটি ট্রাক এসে রিকশাটিকে ধাক্কা দেয়। তখন রিকশার যাত্রী চিকিৎসক রহিমা খানম জেসি (৩২) গুরুতর আহত হন। পরে তাঁকে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। বেলা ৩টার দিকে তিনি মারা যান। এই ট্রাকের চালক আব্দুল কাদির ঘটনার পর থেকে পলাতক ছিলেন। তথ্যপ্রযুক্তির সহায়তায় তাঁকে গ্রেপ্তার করেছে পুলিশ।

দক্ষিণ সুরমা এলাকার বাসিন্দা নিহত চিকিৎসক জেসি সিলেট উইমেন্স মেডিকেল কলেজ হাসপাতালে কর্মরত ছিলেন।

সিলেট মহানগর পুলিশের কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জিয়াউল হক বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, তথ্যপ্রযুক্তির সহায়তায় এবং গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে পুলিশ তাঁকে গ্রেপ্তার করতে সক্ষম হয়। ট্রাকচালক আব্দুল কাদির বর্তমানে থানা হেফাজতে রয়েছেন। পাঁচ দিন রিমান্ডের আবেদন করে তাঁকে আদালতে প্রেরণের প্রক্রিয়া চলছে।

সিলেটে নভেম্বরে সড়কে ঝরল ২৫ প্রাণ

প্রথম দিনে শাকসুর মনোনয়নপত্র সংগ্রহ ৪৬, নেই নারী প্রার্থী

সিলেটে জুয়া খেলার সময় আটক ১২

সিলেটে রাত সাড়ে ৯টার পর বাণিজ্যিক প্রতিষ্ঠান বন্ধ থাকবে

সিলেটে কর্মবিরতিতে শিক্ষকেরা, বার্ষিক পরীক্ষা স্থগিত

সিলেটে যুবককে কুপিয়ে হত্যা

সিলেটে পুলিশ ফাঁড়িতে নির্যাতনে রায়হান হত্যা মামলার রায় ৭ জানুয়ারি

৬০ ঘণ্টা প্রশিক্ষণ ছাড়া ড্রাইভিং লাইসেন্স নয়: বিআরটিএ চেয়ারম্যান

চার ঘণ্টা পর সিলেটের সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ স্বাভাবিক

জৈন্তাপুরে ১৮২টি ভারতীয় কম্বলসহ গ্রেপ্তার ২