হোম > সারা দেশ > সিলেট

ট্রাকচাপায় নারী চিকিৎসকের মৃত্যুর ঘটনায় চালক গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক, সিলেট  

আটক মো. আব্দুল কাদির। ছবি: আজকের পত্রিকা

সিলেট নগরে ট্রাকের ধাক্কায় রিকশা আরোহী এক নারী চিকিৎসকের মৃত্যুর ঘটনায় ট্রাকচালককে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তার মো. আব্দুল কাদির (৩৯) মোগলাবাজার থানার করিমপুর গ্রামের মো. দরছ আলীর ছেলে। তিনি সিলেটের বাদামবাগিচা এলাকায় ভাড়া বাসায় থাকেন। আজ বৃহস্পতিবার সকালে মৌলভীবাজার জেলার কুলাউড়া থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।

এর আগে ৮ জুন বেলা ১১টার দিকে সিলেট নগরের শেখঘাট এলাকার জিতু মিয়ার পয়েন্ট এলাকায় দ্রুতগতির একটি ট্রাক এসে রিকশাটিকে ধাক্কা দেয়। তখন রিকশার যাত্রী চিকিৎসক রহিমা খানম জেসি (৩২) গুরুতর আহত হন। পরে তাঁকে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। বেলা ৩টার দিকে তিনি মারা যান। এই ট্রাকের চালক আব্দুল কাদির ঘটনার পর থেকে পলাতক ছিলেন। তথ্যপ্রযুক্তির সহায়তায় তাঁকে গ্রেপ্তার করেছে পুলিশ।

দক্ষিণ সুরমা এলাকার বাসিন্দা নিহত চিকিৎসক জেসি সিলেট উইমেন্স মেডিকেল কলেজ হাসপাতালে কর্মরত ছিলেন।

সিলেট মহানগর পুলিশের কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জিয়াউল হক বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, তথ্যপ্রযুক্তির সহায়তায় এবং গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে পুলিশ তাঁকে গ্রেপ্তার করতে সক্ষম হয়। ট্রাকচালক আব্দুল কাদির বর্তমানে থানা হেফাজতে রয়েছেন। পাঁচ দিন রিমান্ডের আবেদন করে তাঁকে আদালতে প্রেরণের প্রক্রিয়া চলছে।

‘সাদাপাথর-কাণ্ডে পদ স্থগিত’ সেই সাহাব উদ্দিনকে দলে ফিরিয়ে নিল বিএনপি

সিলেটে টিলা থেকে অবৈধভাবে পাথর উত্তোলন করায় আটক ১৬

সীমান্ত দিয়ে ভারতে অনুপ্রবেশের চেষ্টা, নারী–শিশুসহ আটক ১১

খালেদা জিয়াকে নিয়ে আপত্তিকর মন্তব্য, চুনারুঘাটে ‘চিতল মুখলিছ’কে গণপিটুনি

জাফলংয়ে বালুচাপায় শ্রমিকের মৃত্যু

সিলেট-২ আসনে মনোনয়নপত্র জমা দিলেন ইলিয়াসপত্নী লুনা ও ছেলে অর্ণব

সিলেটে পরিত্যক্ত অবস্থায় অবিস্ফোরিত মর্টার শেল উদ্ধার

হবিগঞ্জে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে জামায়াতের প্রার্থীকে শোকজ

সিলেটে জুয়া খেলা অবস্থায় আটক ৭

ভোলাগঞ্জ স্থলবন্দর উদ্বোধন করলেন নৌপরিবহন উপদেষ্টা